বারবার একই ভুল দেখে হতাশ ডমিঙ্গো

Russell Domingo
ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের দুই ওয়ানডেতেই যেন একই চিত্রনাট্য। আগে ব্যাট করে বাংলাদেশের তিনশোর আশেপাশে রান, যা উইকেট বিচারে একদম যথেষ্ট নয়। সেই পুঁজি নিয়ে শুরুতে উইকেট ফেলেও পরে একটি লম্বা জুটির কাছে ধরাশায়ী। ভুল পরিকল্পনায় বোলিং আর বাজে ফিল্ডিংয়ের মহড়া। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো একই ভুলের পুনরাবৃত্তিতে চরম হতাশ।

রোববার হারারে স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশের ২৯০ রান ১৫ বল আগে টপকে ৫ উইকেটে জিতে জিম্বাবুয়ে, নিশ্চিত করে সিরিজ। আগের ম্যাচে তারা ৩০৩ রান টপকে ১০ বল আগে খেলে শেষ করে জিতেছিল ওই ৫ উইকেটেই। দুই ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করেন সিকান্দার রাজা।

প্রথম ম্যাচে রাজার সঙ্গে ১৯২ রানের মোড় ঘুরিয়ে দেওয়া জুটিতে সেঞ্চুরি করেন ইনোসেন্ট কাইয়া, পরের ম্যাচে ২০১ রানের রেকর্ড জুটিতে মাত্র ৭৩ বলে সেঞ্চুরি করেন রেজিস চাকাভা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেই প্রতিপক্ষকে বাহবা দিয়ে ডমিঙ্গো জানালেন ব্যাটিংয়ে ছিল তাদের ঘাটতি,  'দুই দিনই দারুণ খেলে আমাদের হারিয়েছে জিম্বাবুয়ে, সিকান্দার রাজা পার্থক্য তৈরি করেছেন। গত ম্যাচে আমরা ২০ রানের মতো কম করেছি, আজও ২০ রান কম ছিল। ভালো উইকেটে ডিফেন্ড করা কঠিন ছিল।'

ঘাটতি নিয়েও এক পর্যায়ে জেতার রাস্তা দেখছিল দল। শুরুতেই জিম্বাবুয়ের উইকেট তুলে লাগাম নিজেদের দিকে নেওয়া গিয়েছিল। কিন্তু পরে সেটা ছুটে যায় দ্রুত। তাতে ভুল পরিকল্পনায় বোলিং আর বাজে ফিল্ডিংয়ের  দায় বেশি, 'প্রথম ম্যাচে ৬০ রানে ৩ (৩ উইকেটে ৬২), পরেরটিতে ৪০ রানে ৪ (৪ উইকেটে ৪৯) ছিল। এরপর আমরা অনেক বেশি আলগা বল দিয়েছি, চাপ তৈরি করতে পারিনি। ফিল্ডিং বাজে হয়েছে। ফিল্ডিং পজিশন অনুযায়ী বোলিং হয়নি অনেক বলে।'

ওয়ানডেতে বাংলাদেশ পার করছিল সুখের সময়। তবে মন্থর উইকেটে খেলা হওয়ায় অনেক ভুল আড়াল করে চলা গিয়েছিল। ডমিঙ্গো জানালেন তারা জিতলেও ভুল করে আসছিলেন অনেকদিন ধরে। সেই ভুলের মাশুল দিতে হতো ভালো উইকেটে, 'ছেলেরা চেষ্টা করছে। কিন্তু তারা দ্রুত শিখতে পারছে না। একই ভুল বারবার করছে, যেটা খুবই হতাশাজনক। তারা ভুল থেকে শিখছে না। একই ভুল করেই যাচ্ছে। ভালো দল ভাল উইকেটে শাস্তি দিত। এই উইকেটটা ভাল ছিল, ডিফেন্ড করা কঠিন ছিল। সেটাই হয়েছে।'

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago