দ্বিতীয় ওয়ানডেতে নেই মোস্তাফিজ
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে যেন চোট সমস্যায় জর্জর বাংলাদেশ দল। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে চোটের কারণে মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না সফরকারীরা। তবে সেরে উঠে খেলার মতো ফিট আছেন মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের পর গোড়ালির চোটে পড়েন মোস্তাফিজ। চোটের অবস্থা গুরুতর না হলেও তাকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি ভিডিও বার্তায় জানিয়ছেন, রোববার দ্বিতীয় ওয়ানডেতে মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হচ্ছে, 'আজ আমরা মুশফিক, শরিফুল ও মোস্তাফিজকে পর্যবেক্ষণ করেছি। মুশফিকের হাতে আমরা কোন চিড় পাইনি, সফট টিস্যু আছে। শরিফুলের আমরা বড় ধরনের কিছু পাইনি। মোস্তাফিজের এমআরআইতেও খারাপ কিছু আসেনি।'
'কালকের ম্যাচে শরিফুল ও মুশফিক ভাই আছেন। মোস্তাফিজকে হয়ত আমরা কালকের ম্যাচে বিশ্রাম দিব। পরের ম্যাচে তিনি এভেইলেবল হবেন।'
প্রথম ওয়ানডেতে ৮৯ বলে ৮১ রান করার পর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ছিটকে যান ছন্দে থাকা ওপেনার লিটন দাস। অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
ওই ম্যাচেই ব্যাট করার সময় বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে পরে আর ফিল্ডিং করেননি মুশফিকুর রহিম। নিজের বলে ক্যাচ নিতে গিয়ে পায়ে ব্যাথা পান শরিফুল ইসলাম। তবে স্ক্যানে দুজনেরই কোন চিড় আসেনি।
গত শুক্রবার প্রথম ওয়ানডেতে ৩০৩ রান করেও জিম্বাবুয়েকে হারাতে পারেনি তামিম ইকবালের দল। সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরিতে ৫ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। সিরিজে টিকে থাকলে রোববার তাই জিততেই হবে বাংলাদেশকে।
Comments