লিটনের জিম্বাবুয়ে সিরিজ শেষ, এশিয়া কাপও অনিশ্চিত
জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে হারের হতাশার মাঝে একটি খারাপ খবরও যোগ হলো বাংলাদেশের। হ্যামস্ট্রিংয়ের চোটে ছন্দে থাকা ওপেনার লিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন। এমনকি অনিশ্চিত হয়ে গেল তার আসন্ন এশিয়া কাপ খেলাও।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের হারের পর ফিজিও মোজাদ্দেদ সানি শুক্রবার বিসিবির এক ভিডিও বার্তায় বলেন, স্ক্যানের পর লিটনের গ্রেড টু মাসল স্ট্রেইন ধরা পড়েছে। এটা থেকে সেরে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে তার, 'লিটন ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। ম্যাচ চলার সময় আমরা তার স্ক্যান করাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড টু মাসল স্ট্রেইন। এই ধরনের চোটের জন্য মোটামুটি তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যায়। কাজেই এই সিরিজে আমরা লিটনকে পাচ্ছি না।'
হারারতে টস হেরে এদিন আগে ব্যাটিং পেয়ে লিটন এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৮৯ বলে ৮১ রান করার পর হ্যামস্ট্রিংয়ের চোটে থামতে হয় তাকে। অনসাইডে ঠেলে একটি সিঙ্গেল নিতে গিয়েই চোট পান তিনি। মাঠেই শুয়ে পড়েন। পরে স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। এদিন লিটন ফিফটি করেছিলেন ৭৫ বলে। পরের ১৪ বলেই তিনি যোগ করেন আরও ৩১ রান। দারুণ খেলতে থাকা এই ওপেনারের উড়ে চলা থামায় চোট।
সেরে উঠতে লিটনের চার সপ্তাহ সময় লাগলে লিটনের এশিয়া কাপে খেলাও হবে না। আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ অগাস্ট। অর্থাৎ হাতে সময় বাকি ২৫ দিন। তিন সপ্তাহের মধ্যে সেরে উঠলেও তার খেলা অনিশ্চিত। কারণ, সুস্থ হওয়ার পর ম্যাচ ফিটনেস পেতেও লাগে কিছুটা সময়।
এদিন ব্যাট করার সময় আঙুলে আঘাত পেয়ে আর ফিল্ডিং করেননি মুশফিকুর রহিম। এছাড়া, বোলিংয়ে নিজের বলে ক্যাচ নিতে গিয়ে পায়ে ব্যথা পান পেসার শরিফুল ইসলাম। তবে তাদের দুজনের জন্য চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ফিজিও সানি, 'ব্যাট করার সময় মুশফিকও বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান। এটাও বেশি কিছু না। তাকে আমরা পরের ম্যাচে পাব। শরিফুলের চোটের ক্ষেত্রে তাৎক্ষণিক আঘাত থাকার কারণে অবশ বোধ করছিল। আশা করি, আগামীকালের (শনিবার) মধ্যে ভালো খবর দিতে পারব।'
ব্যাটিং স্বর্গে আগে ব্যাট করে চার ফিফটিতে বাংলাদেশ করেছিল ২ উইকেটে ৩০৩ রান। ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার দুই সেঞ্চুরিতে সেই রান ১০ বল আগেই টপকে ৫ উইকেটে জিতে যায় জিম্বাবুয়ে। আগামী রোববার তাই বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ। সেখানে দল পাচ্ছে না সেরা ছন্দে থাকা ব্যাটার লিটনকে।
Comments