দ্রুত রান উঠিয়ে জয় দেখছে বাংলাদেশ
আগের দিন আয়ারল্যান্ডের প্রতিরোধে যা হালকা ভয় ধরেছিল, চতুর্থ দিন সকালে নেমে তা উবে গেল। আইরিশরদের খুব বেশি এগুতে না দিয়ে সহজ লক্ষ্যে আগ্রাসী শুরু আনেন ওপেন করতে নামা লিটন দাস। তার দুর্ভাগ্যজনক বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকেও হারায় বাংলাদেশ। তবে এরপরও রানের চাকা টি-টোয়েন্টির মতো গতিতে সচল রেখেছেন মুশফিকুর রহিম।
শুক্রবার একমাত্র টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে জয় একদম হাতের মুঠোয় বাংলাদেশের। ১৩৮ রানের লক্ষ্যে নেমে ১৬ ওভারেই ২ উইকেটে ৮৯ তুলে ফেলেছে স্বাগতিকরা। ম্যাচ জিততে চাই আর কেবল ৪৯ রান।
১৯ বলে ২৩ করে লিটনের বিদায়ের পর ২০ বলে ২৯ করে ক্রিজে আছেন মুশফিক। ৪৮ বলে ২৪ রান নিয়ে খেলছেন তামিম ইকবাল।
আয়ারল্যান্ডের ইনিংস শেষ করার পর ড্রেসিংরুমের দিকে দৌড় দেন লিটন। তখনো অবশ্য আঁচ করা যায়নি ইনিংস ওপেন করতে যাচ্ছেন তিনি। সবাইকে চমকে দিয়ে তামিম ইকবালের সঙ্গী হতে দেখা যায় তাকে। টেস্টে এর আগে ১০ ইনিংসে ওপেন করেছেন, তবে সাম্প্রতিক সময়ে আর তা করেন না। কিপিং না করলেও লিটন খেলেন মিডল অর্ডারে। এই টেস্টে তো কিপিং করছেন। ১১৬ ওভার কিপিং করে ওপেন করতে নামা কিছুটা অস্বাভাবিক।
দ্রুত রান আনার চিন্তা থেকেই হয়ত এমনটা করতে চেয়েছে বাংলাদেশ। মুখোমুখি প্রথম বলে সেটা বুঝিয়েও দেন লিটন। অফ স্পিনার ম্যাকব্রেইনকে উড়ান ছক্কায়, পরের বলেও মারেন বাউন্ডারি।
মার্ক অ্যাডায়ারকে চোখ ধাঁধানো কাট, স্ট্রেট ড্রাইভেও ঝলক দেখান তিনি। মনে হচ্ছিল লিটন ডানা মেলে তুড়ি মেরে উড়িয়ে দেবেন সমীকরণ। অ্যাডায়ারের বলেই আউট হলেন বড় অদ্ভুতভাবে। শর্ট বলে পুল করতে গিয়েছিলেন, টাইমিং না হওয়ায় বল প্রথমে লাগল হেলমেটে, পরে হাতে লেগে নিচে নেমে ভেঙে দিল স্টাম্প!
প্রথম ইনিংসে ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হওয়া নাজমুল হোসেন শান্ত এবার তিনে নেমেও ব্যর্থ। ম্যাকব্রেইনের অফ স্পিনে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন তিনি। এবার শান্ত ব্যাট থেকে আসে ৪ রান।
৪৩ রানে ২ উইকেট পড়ার পর নেমে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিক প্রথম বলেই মারেন বাউন্ডারি। পরে অনেকটা টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকেন তিনি। তামিম ছিলেন রয়েসয়ে। সময় নিয়ে থিতু হয়ে তিনিও ছুটছেন সাবলীলভাবে। বাংলাদেশ জয় এখন অনেকটা সময়ের ব্যাপার।
Comments