আইরিশদের সম্মান জানানো উচিত: ডোনাল্ড
প্রথম ইনিংসে ১৫৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে আগের দিনই ১৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। সকালে ফিরলেন পিটার মুরও। এরপরও দিনভর উইকেটে দাঁত কামড়ে পড়ে থেকে লড়াই করার মতো লিড তুলে নিয়েছে দলটি। যা বড় হতে পারে আরও। আইরিশদের এমন প্রতিরোধে মুগ্ধ বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তাদের প্রাপ্য সম্মান জানানো উচিৎ বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩১ রানের লিড পেয়েছে আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৮৬ রান তুলে দিন শেষ করেছে তারা। লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তাদের। ফলে জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে মিরপুর টেস্ট।
উইকেট থেকে এদিন তেমন কোনো সুবিধা পায়নি বাংলাদেশ। তাতে কিছুটা বিস্মিত হলেও প্রতিপক্ষের প্রশংসা করেছেন ডোনাল্ড, 'একটু বিস্মিত হয়েছি, উইকেটে তেমন প্রাণ ছিল না দেখে। কিছু বল স্পিন করেছে। আমাদের বোলিং অ্যাটাক আরও একবার কঠিন পরিশ্রম করেছে। তাইজুল ছিল অসাধারণ। সে ধারাবাহিক ছিল, এবং সবসময় কিছু একটা ঘটানোর চেষ্টা করেছে। বাকিরা তাকে সঙ্গ দিয়েছে। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে, তারা আজ মাঠে এসে যেমনটা ব্যাটিং করার দরকার ছিল তাই করেছে।'
সবমিলিয়ে আইরিশদের এমন লড়াই দেখে উচ্ছ্বসিত টাইগারদের পেস বোলিং কোচ, 'আমাদের যেখানেই খেলতে দিক না কেনো সেখানেই আমাদের পারফর্ম করতে হবে। আমরা ভেবেছিলাম বল স্পিন করবে, বেটার ক্যারি করবে। তবে তেমনটা হয়নি। এটাই টেস্ট ম্যাচ। আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের উপায় বের করতে হবে, ক্রিয়েটিভ হতে হবে।'
'তারা আজ আমাদের যা দেখিয়েছে- প্রতিরোধ, ধৈর্য্য ও গাটস, প্রপার গাটস। এই আইরিশ দলের এখানে এসে প্রথম টেস্ট খেলা, এত দিন বিরতির পরে- তাদেরকে সম্মান জানানো উচিত। তাদের সম্মান জানাতে হবে আজ যা তারা করেছে। তারা খুবই ভালো ছিল। দারুণ লড়াই করেছে,' আয়ারল্যান্ডের ব্যাটারদের প্রশংসায় ভাসিয়ে আরও বলেন তিনি।
সেঞ্চুরি তুলে নেওয়া লরকান টাকারের ব্যাটিং দেখেও মুগ্ধ এ প্রোটিয়া কোচ, 'আয়ারল্যান্ড যে প্রতিরোধ দেখিয়েছে তা প্রশংসার দাবিদার। টাকার যেভাবে ব্যাট করেছে মনে হয়েছে সে এই পৃথিবীর বাইরের কেউ। আমি মনে করি এটা অসাধারণ এক ইনিংস। যেভাবে সে আমাদের স্পিনারদের বিপক্ষে পায়ের কাজ করেছে, পেসারদের বিপক্ষে সঠিক চ্যানেলে গিয়ে খেলেছে তা অসাধারণ। সে আমাদের পাল্টা ধাক্কা দিয়েছে। অন্য প্রান্তে তার ধৈর্যশীল সঙ্গী ছিল। জুটিটা দারুণ ছিল, সেঞ্চুরি ছিল অসাধারণ।'
Comments