প্রবল চাপে প্রতিরোধ গড়ল আয়ারল্যান্ড

Harry Tector & Lorcan Tucker
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

১৫৫ রানে পিছিয়ে খেলতে নেমে আগের দিন ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। ইনিংস হারের শঙ্কায় পড়ে গিয়েছিল দ্বিতীয় দিনেই। তবে এরপর শক্ত প্রতিরোধ গড়েছে তারা। তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের বোলারদের হতাশ করে চলছে তাদের লড়াই। 

বৃহস্পতিবার মিরপুরে একমাত্র টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশন বলা যায় আইরিশদের। এই সেশনে খেলা হয়েছে  ৩০  ওভার।  তাতে  কেবল ৬৬ রান তুললেও সফরকারীরা উইকেটও হারিয়েছে স্রেফ একটি। ৪৭ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান। ইনিংস হার এড়াতে যদিও এখনো ৬২ রান চাই তাদের।

তৃতীয় দিন সকালে নেমে চোয়ালবদ্ধ দৃঢ়তায় প্রথম ঘণ্টা প্রায় উইকেটবিহীন কাটিয়ে দিচ্ছিল আয়ারল্যান্ড। দিনের শুরুতে তাইজুল ইসলামের বলে অবশ্য একটা সুযোগ এসেছিল। হ্যারি টেক্টরের কঠিন সেই ক্যাচ রাখতে পারেননি লিটন দাস।

দিনের ১৭তম ওভারে গিয়ে বাংলাদেশ পায় সাফল্য। স্পিন দিয়ে কাজ না হওয়ায় পেসার এনে পায় ব্রেক থ্রো। শরিফুল ইসলামের বেরিয়ে যাওয়া বলে ব্যাট লাগিয়ে লিটনের গ্লাভসে জমা পড়েন পিটার মুর।

৭৮ বল টিকে ১৬ রান করেন তিনি। ১৫৪ বলে ভাঙে ৩৮ রানের জুটি। লোরকান টাকারকে নিয়ে এরপর শুরু হয় টেক্টরের লড়াই। ৬ষ্ঠ উইকেট জুটিতে কঠিন পরিস্থিতি সামাল দিতে থাকেন তারা। ৮৯ বলের জুটিতে ৪২ রান তুলে অবিচ্ছিন্ন আছেন দুজন।

প্রথম ইনিংসে ফিফটি করা টেক্টর এই ইনিংসেও আছেন সেই পথে। ১৩২ বলে ৪৩ করে অপরাজিত তিনি। ৪৩ বলে ২৪ রান নিয়ে ক্রিজে টাকার।

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

8h ago