ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি বাংলাদেশেরও!
বৃষ্টির কারণে নির্ধারিত দিনে শেষ হতে পারেনি ভারত-পাকিস্তান সুপার ফোরের লড়াই। আজ রিজার্ভ ডেতে গড়িয়েছে তা। তবে রিজার্ভ ডেতেও বৃষ্টি হলে ওই দলের ভক্তদের সঙ্গে হতাশায় পুড়বে বাংলাদেশও! শুনতে অদ্ভুত শুনালেও সেটাই সত্যি। সুপার ফোরে দুই ম্যাচ হেরেও ফাইনালে যাওয়ার সাকিব আল হাসানদের যে মৃদু সম্ভাবনা সেটা যে বিলীন হয়ে যাবে তাতে।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ, পরে হারে শ্রীলঙ্কার কাছেও। নেগেটিভ নেট রান রেটের সঙ্গে বাংলাদেশের পয়েন্টও শূন্য।
তবু সমীকরণে টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। সেটা কীভাবে? পাকিস্তান যদি ভারতের সঙ্গে বড় ব্যবধানে জেতে, ভারত যদি শ্রীলঙ্কাকে হারায়। তাহলে বাংলাদেশ ভারতকে হারালে ফাইনালে যেতে পারে।
আর ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বাংলাদেশ। কারণ পাকিস্তানের তখন হবে ৩ পয়েন্ট, ভারতের ১। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় শ্রীলঙ্কার পয়েন্টও হবে ৩। শ্রীলঙ্কা জিতলে তাদের পয়েন্ট হবে ৪, ভারত জিতলে তাদের হবে ৩। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারকে যেকোনো ব্যবধানে হারালেও লাভ হবে না বাংলাদেশের। কারণ বাংলাদেশের পয়েন্ট থাকবে ২।
সমর্থকদের জন্য খারাপ খবর হলো আজও কলম্বোতে আছে বৃষ্টির শঙ্কা। এমনকি আগের দিনের চেয়ে বেশি বৃষ্টিও হতে পারে। তবে সমুদ্রের কাছে হওয়ায় বাতাস অনেক সময় মেঘ সরিয়ে নেয়।
Comments