সুপার ফোরে কেবল ভারত-পাকিস্তান ম্যাচেই রিজার্ভ ডে
হুট করেই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে সব ম্যাচের জন্য নয়। কেবল মাত্র পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচেই থাকছে এই রিজার্ভ ডে। এমনই অদ্ভুতুড়ে এক সিদ্ধান্ত নিয়েছে তারা।
এবার হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। যার পাকিস্তান পর্ব শেষ হয়েছে এরমধ্যেই। সুপার ফোরের বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার কলম্বোতে। সব ম্যাচেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে আয়োজক পিসিবির সঙ্গে আলোচনা করে কেবল ১০ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের ম্যাচটির জন্য অতিরিক্ত একদিন রাখার সিদ্ধান্ত নেয় এসিসি।
তবে এর আগে সূচি ঘোষণার সময় এশিয়া কাপের ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকার বিষয়টি নিশ্চিত করেছিল এসিসি। ১৭ সেপ্টেম্বরের ফাইনাল ম্যাচের সঙ্গে এবার ভারত-পাকিস্তান ম্যাচেও রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিল এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। অর্থাৎ ১০ সেপ্টেম্বর ম্যাচ শেষ না করা গেলে ১১ সেপ্টেম্বর গড়াবে ম্যাচটি।
কলম্বোতে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। যেখানে ভারত পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারলেও ইনিংসই শুরু করতে পারেনি পাকিস্তান। পুরোটাই গিয়েছে বৃষ্টির পেটে। আর ১০ সেপ্টেম্বর দুই দলের পরবর্তী ম্যাচেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।
বৃষ্টি শঙ্কায় অবশ্য এর আগে সুপার ফোরের ম্যাচগুলো কলম্বো থেকে সরিয়ে হাম্বানটোটায় নিতে চেয়েছিল পিসিবি। তবে রাজী হয়নি ভারত। সেখান সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয় বলে জানায় তারা। সে কারণে আলোচনা থাকলেও আর ভেন্যু পরিবর্তন করেনি এসিসি।
Comments