এশিয়া কাপ থেকে ছিটকে যা বললেন শান্ত
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের ইনিংস। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরিই তুলে নিয়েছেন। সেই নাজমুল হোসেন শান্তকে এশিয়া কাপের বাকি অংশে আর পাচ্ছ না বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বড় ধাক্কা টাইগারদের জন্য। বিশ্বকাপের এক মাস আগে বড় দুশ্চিন্তার বিষয়ও। তবে দেশে ফিরেই বিশ্বকাপের প্রস্তুতি নিবেন বলে জানালেন শান্ত।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পান শান্ত। সেই চোট নিয়ে প্রায় আড়াই ঘণ্টা ব্যাটিং করেছেন তিনি। তবে ফিল্ডিং করতে পারেননি। পরদিন এমআরআই করানো হয় তার। সেখানে চোট ধারণার চেয়ে কিছুটা গুরুতর হওয়ায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। ছিটকেই যান আসর থেকে।
এভাবে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নিজের অনুভূতি জানিয়েছেন শান্ত, 'এশিয়া কাপ ২০২৩ এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশীর ব্যথায় ভুগছি এবং এই টুর্নামেন্টে আর খেলব না। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শীঘ্রই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।'
মূলত লাহোরের অতিরিক্ত তাপমাত্রার কারণেই ভুগতে হয় শান্তকে। ম্যাচ চলাকালীন সময়ের একপর্যায়ে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যা অনুভূত হয় আরও বেশি। শুধু শান্তই নন, ভুগেছেন মেহেদী হাসান মিরাজও। বাঁ হাতে ক্র্যাম্প করায় শেষ পর্যন্ত খেলতেই পারেননি। যদিও ফিল্ডিংয়ের সময় ফিরে এসেছেন।
সেই লাহোরের মাঠে আগামীকাল বুধবার আবার মাঠে নামবে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ আরও শক্ত। স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে তারা। তাই সেখানকার তাপমাত্রা নিয়ে দুশ্চিন্তা থাকছেই। আর এই ম্যাচে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক শান্তর অনুপস্থিতিও নিশ্চিতভাবেই ভোগাবে টাইগারদের।
Comments