ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

pallekele stadium

এই ম্যাচ নিয়ে তুমুল হাইপ। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট সমর্থকরাও। তবে সবার অপেক্ষায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে পাল্লেকেলেতে শনিবার দিনভরই হতে পারে বৃষ্টি।

শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ভারত-পাকিস্তান ওয়ানডে লড়াই। কিন্তু এই ম্যাচের বিভিন্ন পর্যায়ে আছে বৃষ্টি হওয়ার ৬০ থেকে ৭০ শতাংশ সম্ভাবনা।

বিকেল তিনটায় ৭০ শতাংশ বৃষ্টি হতে পারে। এই সময়ই হওয়ার কথা টস। বৃষ্টি হলে নিশ্চিতভাবে পিছিয়ে যাবে তা। সন্ধ্যা ৬টার দিকেও আছে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। পাল্লেকেলে মাঠের ড্রেনের ব্যবস্থা নিয়ে নানান প্রশ্ন আছে। ঘণ্টা খানেকের বৃষ্টি হলেও খেলা কত দ্রুত শুরু করা যাবে তা নিয়ে আছে সংশয়।

বৃষ্টির সম্ভাবনা থাকায় কার্টেল ওভারের ম্যাচের প্রস্তুতি নিয়ে রাখছে দুই দল। এমন ম্যাচে টস হয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ। বৃষ্টিতে ডিএলএস মেথডে পরে ব্যাট করা দল পায় বাড়তি সুবিধা। টস জিতে তাই ফিল্ডিং নেওয়ার চিন্তা থাকতে পারে প্রবল।

বৃষ্টি ভেজা মাঠে আউটফিল্ড মন্থর হয়ে পড়ার শঙ্কাও আছে। তাছাড়া পেসারদের ভূমিকা হয়ে যাবে গুরুত্বপূর্ণ। দুই দলের বেশ কজন তারকা পেসার আছেন। যদিও পেস আক্রমণের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে পাকিস্তান। র‍্যাঙ্কিংয়েও তারা এখন এক নম্বরে। তবে এশিয়া কাপে দুই দলের লড়াইয়ে এগিয়ে আছে ভারত। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারত জিতেছে সাতবার, পাকিস্তান পাঁচবার।

Comments

The Daily Star  | English

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

28m ago