এশিয়া কাপ ভারতের পরীক্ষা নিরীক্ষার মিশন!
টুর্নামেন্ট শুরুর আগে জয়ের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে ছিল ভারত। এশিয়া কাপে গেল দুটি আসরেরই শিরোপা জিতেছে তারা। কিন্তু এবার ফাইনালের আগেই বিদায় নেওয়ার পথে রোহিত শর্মার দল। এমন অবস্থাকে নিজেদের জন্য দুশ্চিন্তার কিছু দেখছেন না রোহিত। তার মতে এশিয়া কাপে তারা বরং কিছু পরীক্ষা নিরীক্ষায় ছিলেন!
মঙ্গলবার দুবাইতে সুপার ফোরের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। ভারতকে ফাইনালে যেতে অপেক্ষা করতে হবে অভাবনীয় কিছুর।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরুর পর হংকংকে উড়িয়ে সুপার ফোর নিশ্চিত করে ভারত। কিন্তু সুপার ফোরের আসল লড়াইয়ে পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার কাছেও একই ফল। বড় দুই ম্যাচ হার তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। কিন্তু ম্যাচ শেষে অধিনায়ক রোহিত বললেন, এই হার নিয়ে তারা খুব একটা ভাবছেন না, 'দুশ্চিন্তার কিছু নেই। কেবল পর পর দুই ম্যাচ হেরেছি। গত বিশ্বকাপের পর আমরা কিন্তু খুব বেশি ম্যাচ হারিনি।'
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ডেথ বোলিং, স্লগ ওভারের ব্যাটিং, মাঝের ওভারের কৌশল অনেক কিছু নিয়েই ঘাটাঘাটি করছে ভারত। রোহিত জানালেন এবারের এশিয়া কাপও নাকি তাদের জন্য ছিল কিছু জিনিস পরখ করে নেওয়ার মিশন, 'এবার এশিয়া কাপে আমরা নিজেদের চাপে ফেলে পরীক্ষা করতে চেয়েছিলাম। অনেক কিছুর উত্তর খুঁজছি। এই ধরণের ম্যাচ খেললে উত্তরগুলো পাওয়া যায়। লম্বা সময় ধরে এই দল ভাল খেলেছে। এই হার আমাদের আরও ভালোভাবে শিখতে সাহায্য করবে।'
টস হেরে আগে ব্যাটিং পেয়ে ১৭৩ রান করে তা আটকানো যায়নি। দারুণ রান তাড়ার আরেক গল্প লিখে এক বল আগেই তা পেরিয়ে যায় দাসুন শানাকার। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ১৮১ রান ধরে রেখে জিততে পারেনি তারা। সেই ম্যাচের পর এবারও রোহিত বললেন ঘাটতি ছিল ১০-১৫ রানের, '১৭০ রান খুব কম না। ১০ থেকে ১৫ রানের একটা ঘাটতি ছিল। আমাদের বুঝতে হবে মাঝের সময়ে কখন কোন শট খেলা লাগবে।'
Comments