চোটের মাত্রা খতিয়ে দেখতে হাসপাতালে রিজওয়ান
ভারতের বিপক্ষে রান তাড়ায় ৭১ রানের ইনিংস খেলে ম্যাচ জেতায় ভূমিকা রাখা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান চোট নিয়ে আছেন শঙ্কায়। কিপিং করার সময় একটি বল ধরতে গিয়ে ডান পায়ের হাঁটুতে চোট পান তিনি। অবস্থা খতিয়ে দেখতে হাসপাতালেও যেতে হয়েছে তাকে।
উইকেটকিপিং করার সময় একটি বাউন্সার বল লাফিয়ে ধরতে গিয়ে বেকায়দায় পড়ে রিজওয়ানের শরীর। ডান পায়ের উপর ভর দিয়ে উল্টে পড়ে যান তিনি। তখন শুয়ে কাতরাতে থাকেন।
মাঠে অনেকক্ষন প্রাথমিক চিকিৎসার পর অবশ্য উঠেও দাঁড়ান। পরে চালিয়ে যান কিপিং। ১৮২ রান তাড়ায় ওপেন করতে নেমে ৫১ বলে খেলেন ৭১ রানের ইনিংস। ব্যাট করার সময় তাকে কোন সমস্যা অনুভব করতে দেখা যায়নি। ১৭ ওভার পর্যন্ত ব্যাট করে পাকিস্তানের জয়ে রাখেন ভূমিকা। তবে খেলার পর তাকে নিয়ে যাওয়া হয় দুবাইয়ের একটি হাসপাতালে।
পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে রিজওয়ানের পায়ে করা হবে এমআরআই। এই রিপোর্টের উপর পরের ম্যাচে তার খেলা, না খেলা নির্ভর করবে।
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে পরের ম্যাচের আগে অবশ্য দুদিন সময় পাচ্ছে পাকিস্তান। বুধবার শারজায় মুখোমুখি হবে দুদল। আফগানদের হারাতে পারলেই এশিয়া কাপের ফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাবর আজমের দলের।
এবার এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিংয়ের মূল ভরসা রিজওয়ান। উইকেট কিপার এই ব্যাটার এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবগুলোতেই দলের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন, দুবার পেয়েছেন ফিফটির দেখা।
Comments