‘ভারতের আছে হার্দিক, আমাদেরও আছে সাকিব’
পাকিস্তানের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে ভারতের হয়ে একাই তফাৎ করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। দলগুলোতে এরকম অলরাউন্ডারের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা টের পান সবাই। বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম তা উল্লেখ করে বললেন, বাংলাদেশেরও আছে সাকিব। যিনি কিনা দলে আনেন দারুণ ভারসাম্য।
গত ওয়ানডে বিশ্বকাপে অবিস্মরণীয় পারফর্ম করে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক হয়েছিলেন স্টোকস। চোট থেকে ফিরে বোলিংটা আরও ধারাল হওয়ায় হার্দিকও নিজেকে নিয়ে গেছেন সেই মানে।
যেকোনো দলের জন্যই এমন অলরাউন্ডার পাওয়া ভীষণ স্বস্তির। তবে শ্রীরাম মনে করেন বাংলাদেশেরও আছে এমন স্বস্তি। ব্যাটে-বলে সাকিব যেভাবে ভূমিকা রাখেন তাতে বাংলাদেশও যেন খেলে একজন বাড়তি নিয়ে, 'অলরাউন্ডারের ভূমিকা অতুলনীয়। হার্দিক পান্ডিয়া, বেন স্টোকসের মতো ক্রিকেটার খুব একটা হয় না। এমন অলরাউন্ডার দলে দারুণ ভারসাম্য নিয়ে আসে। আপনি কখনো একজন বাড়তি ব্যাটার কখনো আবার বাড়তি বোলার খেলাতে পারবেন। হার্দিক আছে বলে মনে হয়েছে ভারত ১২ জন নিয়ে খেলছে। আমাদেরও আছে সাকিব। ৪ ওভার বল করতে পারে, টপ অর্ডারে ব্যাট করতে পারে।'
মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন সাকিব। ভারতীয় এই কোচ সাকিবকে নিয়ে তাই খুব আশাবাদী, 'সাকিবের টি-টোয়েন্টি ভাবনা খুব আধুনিক। বাংলাদেশের ক্রিকেটে ও খুব ব্যতিক্রম।'
Comments