শানাকার কথা মানছেন না রশিদ
সংবাদ সম্মেলনে রশিদ খান দুবার জিজ্ঞেস করে বুঝে নিলেন আসলে কী বলেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। জানালেন 'বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ'- এমন কথায় সরাসরি সায় নেই তার। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার ক্রিকেটীয় প্রথাগত ভব্যতায় হাঁটলেন প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেওয়ার পথেই।
এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের কাছে বিধ্বস্ত হয়ে এক মন্তব্যে বিতর্কের জন্ম দেন শানাকা। বাংলাদেশ-আফগান দুই দলের বোলিং আক্রমণের তুলনা করে স্পষ্ট করে তিনি বলে বসেন, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের নেই বিশ্বমানের বোলার। সেদিক থেকে আফগানিস্তানের থেকে বাংলাদেশকে সামলানো হবে সহজ।
যদিও তার কথার সঙ্গে একমত হননি শ্রীলঙ্কার সহকারী কোচ নাবিদ নেওয়াজ। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন মাঠেই প্রমাণ দেওয়ার কথা।
বাংলাদেশের বিপক্ষে নামার আগে এই নিয়ে রশিদের ভাবনা জানতে চাওয়া হলে তার মত, 'প্রতিপক্ষ শক্তিশালী নাকি দুর্বল-এসব আমরা ভাবি না। ক্রিকেটে আসলে এভাবে ভাবা যায় না। ম্যাচের ফল আমাদের হাতে নেই। সবাইকে গুরুত্ব দিতে হবে। আমার কাছে সবাই কঠিন প্রতিপক্ষ। কাল যদি হংকংয়ের বিপক্ষে খেলি, তাহলে যেমন প্রস্তুতি নেব, ভারতের বিপক্ষে খেললেও একই প্রস্তুতি নেব।'
লঙ্কানদের কেবল ১০৫ রানে গুটিয়ে ৮ উইকেটের বড় জয় পাওয়া আফগানিস্তান ভাসতে চায় না হাওয়ায়। মা মাটিতে রেখে পরের ধাপে যেতে চান রশিদ, 'আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ভাল খেলেছি। তবে সেটি দুদিন আগের ঘটনা। পুরনো জিনিস নিয়ে ভাবি না। ম্যাচ ধরে ধরে এগোই।'
শারজার ছোট মাঠে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। উইকেটের আচরণ কেমন হবে তাও দেখার বিষয়। রশিদ মনে করেন এসব কন্ডিশনে বাংলাদেশ অধিনায়ক সাকিব হতে পারেন বিপদজনক।
Comments