পাকিস্তানের বিপক্ষে নামার আগে দ্রাবিড়কে পাচ্ছে ভারত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এশিয়া কাপ থেকেই ছিটকে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তার বদলে ভারতের অন্তর্বর্তী প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল ভিভিএস লক্ষণকে। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগেই স্বস্তির খবর পেয়েছে তারা। সেরে উঠে দলে যোগ দিচ্ছেন দ্রাবিড়।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কোভিড-১৯ নেগেটিভ হওয়ার পর শনিবার রাতেই দুবাই উড়াল দেন দ্রাবিড়। রোববার প্রথম ম্যাচের আগে ড্রেসিংরুমে পাওয়া যাবে ভারতের থিংক ট্যাঙ্কের প্রধান ব্যক্তিকে।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, দ্রাবিড় দলে যোগ দেওয়ায় দেশে ফেরত যাবেন অন্তর্বর্তী দায়িত্বে থাকা লক্ষণ।

জিম্বাবুয়েতে ভারতের সর্বশেষ সফরেও দ্রাবিড়ের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন লক্ষণ। দ্রাবিড় করোনা আক্রান্ত হওয়ায় হারারে থেকে সরাসরি দুবাই এসে দলের ভার নিয়েছিলেন লক্ষণ। তবে প্রধান কোচ দ্রাবিড় সুস্থ হয়ে যাওয়ায় লক্ষণের প্রয়োজন আপাতত ফুরিয়েছে।

আজ রোববার (২৮ অগাস্ট) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লড়বে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার দেখা হচ্ছে দুই ক্রিকেট পরাশক্তির।

Comments

The Daily Star  | English

Multinational executives urge govt to ensure licensing, tax consistency

Yunus asked the executives to maintain transparency in businesses

54m ago