কোহলির সেঞ্চুরির জন্য প্রার্থনা করবেন পাকিস্তানের শাদাব
২০১৯ সাল থেকেই বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। সাম্প্রতিক সময়ে তার ব্যাটও হাসছে না সেভাবে। তবে ভারতীয় কিংবদন্তি এই ব্যাটারের ছন্দ যেন এশিয়া কাপেই ফিরে আসে চাইছেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। কোহলির রানে ফেরা এমনকি সেঞ্চুরির জন্য প্রার্থনাও করবেন তিনি। তবে সেই রানটা যেন অবশ্যই পাকিস্তানের বিপক্ষে না হয়।
রোববার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। এই ম্যাচ নিয়েই চলছেন তুমুল উত্তাপ, আলোচনায় শরিক হচ্ছেন দুই দেশের সাবেক তারকারাও।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে কোহলির রান খরার প্রসঙ্গ উঠতেই শাদাব জানালেন তার মত, 'আমি প্রার্থনা করব সে যেমন ছিল তেমন অবস্থায় যেন চলে আসে। সে এখনো ভালো পারফর্ম করে কিন্তু যে মান সে তৈরি করেছে তাতে মনে হয় সে ছন্দে নেই। আমি ব্যক্তিগতভাবেই চাইব সে যেন সেঞ্চুরি করে। কিন্তু আমাদের বিপক্ষে নয়। এই টুর্নামেন্টে অন্য কোন দলের বিপক্ষে করুক।'
পড়তি ফর্ম দেখে কোহলিকে এশিয়া কাপের দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছিল। ভারত-পাকিস্তান দুই দেশের সাবেক কয়েকজন তারকা কোহলির টি-টোয়েন্টির ইতি দেখছিলেন। তবে শাদাবের মতে কোহলি প্রতিপক্ষের জন্য এখনো আগের মতই বিপদজনক একজন, 'উনারা এখন আর খেলেন না (সাবেক ক্রিকেটার)। সে কারণে হয়ত তাদের মনে হয় কোহলি আর বিপদজনক নয়। কিন্তু সে খেলাটার কিংবদন্তি। এমন মাপের ক্রিকেটার যেকোনো অবস্থাতেই প্রতিপক্ষের জন্য ভয়ের। আমাদের বিপক্ষে সে বড় ইনিংস খেলুক এটা আমি চাই না।'
Comments