নতুন দেখার দৃষ্টি নিয়ে এসেছেন শ্রীরাম
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দীর্ঘকালীন ভোগান্তি অল্প সময়ে কি করে দূর করবেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে শ্রীধরন শ্রীরাম জানালেন সেসব ব্যর্থতার ছবি তো তিনি চেনেনই না, তিনি এসেছেন নতুন চোখ নিয়ে। দলে আনবেন নতুন সতেজ হাওয়া।
এশিয়া কাপের কেবল সপ্তাহখানেক আগে কোচিং প্যানেলে বড় রদ বদল আনে বাংলাদেশ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া হয়। টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় শ্রীরামকে।
শ্রীরামের দায়িত্ব আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। দলের ক্রিকেটারদের চিনতেই এশিয়া কাপ পার হয়ে যাওয়ার কথা। সময়টা তাই খুব অল্প। ভারতীয় সাবেক এই ক্রিকেটারের কোচিং অভিজ্ঞতায় আছে অস্ট্রেলিয়া ও আইপিএল। এসবকে মাথায় রেখে তিনি পুরনো ব্যর্থতার ছবি একদম সরিয়ে রাখতে চাইলেন,
'আমি এখানে একদম নতুন দেখার দৃষ্টি নিয়ে এসেছি। আমি পুরনো কোন কিছু বহন করছি না। আপনি যেটা বলছেন সেটা আমার কাছে অচেনা। আমি এভাবে দেখছি না। আমি সতেজ চোখ জোড়া নিয়ে সব দেখব।আমি আমার ভাবনা, আমার তরতাজা শক্তি নিয়ে কাজ করব। একদম শুরু থেকেই।'
৩০ অগাস্ট এশিয়া কাপের আফগানিস্তানের বিপক্ষে শ্রীরামের প্রথম পরীক্ষা। তার আগে দলে কার কী ভূমিকা, কার কী সামর্থ্য সেটা দেখে নিচ্ছেন তিনি। অধিনায়ক সাকিব আল হাসান ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে মিলে পরে সাজিয়ে নেবেন একাদশ। তবে যা বোঝা যাচ্ছে, এই আসরে তার মূলত হচ্ছে পরিচিতি পর্ব।
Comments