‘তিন সংস্করণেই সাকিব যেভাবে খেলে যাচ্ছে, এটা বিশেষ কিছু’

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি: ফিরোজ আহমেদ

সাকিব আল হাসান আন্তর্জাতিক পর্যায়ে ১৫ বছরের বেশি সময় ধরে একটানা পারফর্ম করে যাচ্ছেন। তার ধারাবাহিক নৈপুণ্য দেখে যে মুগ্ধতা তৈরি হয়েছে, সেটা গোপন করেননি শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডারের মতে, ফ্র্যাঞ্চাইজি লিগ বিশ্বজুড়ে যেভাবে ছড়িয়ে পড়ছে, ভবিষ্যতে সাকিবের মতো কাউকে সফলভাবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে খেলতে দেখা হবে বিরল।

২০০৬ সালের অগাস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন সাকিব। তিন মাসের ব্যবধানে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। পরের বছর মেতে টেস্ট খেলার স্বাদও পেয়ে যান এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে দেড় দশকের ব্যবধানে তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকায় রূপ নিয়েছেন। এই জায়গাটা অবশ্য আরও আগে থেকেই রয়েছে তার দখলে।

ছবি: এএফপি

অবসর নেওয়ার আগে ওয়াটসন ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি ছিলেন পেস বোলিং অলরাউন্ডার। একজন অলরাউন্ডারের ওপর দিয়ে কতটা ধকল যায়, সেটা তার খুব ভালো করে জানা। সেকারণে সাকিবের অর্জনগুলো ওয়াটসনের কাছে অনেক বেশি চিত্তাকর্ষক। সম্প্রতি আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে আমার খেলা ম্যাচগুলোর আলোকে বলতে পারি, অলরাউন্ডারের ভূমিকাটা খুব চ্যালেঞ্জিং। বিশেষ করে, যখন আপনি দিনের পর দিন খেলবেন, তখন নিজের শরীরের যত্ন নিতে হয় এবং শক্তি সাশ্রয় করতে হয়। আর ব্যাটিংয়ের দিক থেকে দেখলে, আপনাকে লম্বা সময় ধরে শারীরিক ও মানসিক শক্তি বজায় রাখতে হয়।'

'সাকিব ঠিক এটাই করেছে। এটা অনেক কঠিন। বাইরে থেকে মনে হতে পারে, একজন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের হয়তো খুব বেশি শারীরিক পরিশ্রমের দরকার হয় না। তবে উপমহাদেশের কন্ডিশনে সে অনেক বোলিং করছে। আবার ব্যাটিং লাইনআপেও সে দলের মূলস্তম্ভদের একজন।'

তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩৮৩ ম্যাচ খেলেছেন সাকিব। ৩৪.৭০ গড়ে ১৩০১৬ রানের পাশাপাশি ২৮.৩১ গড়ে ৬৩১ উইকেট নিয়েছেন তিনি। সাকিবের পারফরম্যান্স নিয়ে মুগ্ধতার শেষ নেই ওয়াটসনের, 'তিন সংস্করণেই সে যেভাবে খেলে যাচ্ছে, এটা বিশেষ কিছু। এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটসহ খেলার পরিমাণ যেভাবে বাড়ছে, আগামীতে সাকিবের মতো কাউকে তিন সংস্করণে খেলতে দেখা এবং সেটাও সফলভাবে, বিরল ব্যাপার হবে। ৩০-এর বেশ উপরে ব্যাটিং গড় আর ৩০-এর নিচে বোলিং গড় রেখে ১৫ বছর ধরে খেলে যাওয়া সত্যিই বিশেষ কিছু।'

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

1h ago