শাহিনের চোট ভারতের টপ অর্ডারের জন্য বিশাল স্বস্তি: ওয়াকার
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদি একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতকে। তার প্রথম স্পেলে এলোমেলো হয়ে গিয়েছিল ভারতের টপ অর্ডার। সেই ধাক্কাতেই ম্যাচে থেকে ছিটকে পড়ে ভারত। এক বছর পর আবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এশিয়া কাপের মঞ্চে এবার পাকিস্তান পাচ্ছে না তাদের সেরা পেসার শাহিনকে। সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস ভারতকে খোঁচা দিয়ে বললেন, এটা বিশাল বড় স্বস্তি ভারতের টপ অর্ডারের।
ডান পায়ের হাঁটুর লিগামেন্টে চোটে ৪ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন শাহিন। এশিয়া কাপের পর তিনি খেলতে পারবেন না ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও।
বাঁহাতি এই পেসারের না থাকা যে পাকিস্তানের জন্য বড় ধাক্কা তাতে কোন সংশয় নেই। তবে টুইট করে এই খবরকে ভারতের জন্য স্বস্তি বলে মত দিলেন ওয়াকার, 'শাহিনের চোট ভারতের টপ অর্ডারের জন্য বিশাল স্বস্তি। এশিয়া কাপে তাকে দেখা যাবে বলে খারাপ লাগছে। দ্রুত সেরে উঠো, চ্যাম্পিয়ন!'
Shaheen's injury Big relief for the Indian top order batsmen. Sad we won't be seeing him in #AsiaCup2022 Get fit soon Champ @iShaheenAfridi pic.twitter.com/Fosph7yVHs
— Waqar Younis (@waqyounis99) August 20, 2022
পাকিস্তান যেমন তাদের সেরা পেসারকে এশিয়া কাপে পাচ্ছে না একই অবস্থা ভারতেরও। চোটের কারণে এশিয়া কাপে নেই জাস্টপ্রিট বুমরাহ। তবে ভারতের ব্যাকআপ খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকায় এই জায়গায় কিছুটা সুবিধাজনক অবস্থানে তারা।
এদিকে শাহিনের ছিটকে পড়া পাকিস্তানের জন্য কত বড় ধাক্কা তা বলতে আড়াল করেননি লেগ স্পিনার শাদাব খানও, 'শাহিন আমাদের সেরা পেসার। তাকে আমরা ভীষণ মিস করব। এশিয়া কাপে তার না থাকাটা দুর্ভাগ্যজনক। আশা করছি সামনের সিরিজগুলোতে আর বিশ্বকাপে তাকে পাব। আমাদের দুর্বার ক্রিকেট খেলতে। কারো বিপক্ষেই আমরা নির্ভার থাকি না।'
Comments