সবার শেষে এশিয়া কাপের দল দিল শ্রীলঙ্কা

Dasun Shanaka
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা

দল ঘোষণার আনুষ্ঠানিক শেষ সময় ছিল ৮ অগাস্ট। কিন্তু ভারত ও পাকিস্তান ছাড়া সেই সময় অনুসরণ করেনি কেউই। এশিয়া কাপে দল দিতে অনেকটা সময় নেয় বাংলাদেশ ও আফগানিস্তান। সবার শেষে দল দিল টুর্নামেন্টের 'স্বাগতিক' শ্রীলঙ্কা।

শুক্রবার দাসুন শানাকাকে অধিনায়ক রেখে সেরা তারকাদের নিয়েই দল দেয় শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তান ১৫ জনের, বাংলাদেশ-আফগানিস্তান ১৭ জনের স্কোয়াড দিলেও শ্রীলঙ্কা তাদের দলে রেখেছে ২০ জনকে।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু দেশটিতে জ্বালানি সংকট তীব্র থাকায় খেলা সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক স্বাগতিক দল শ্রীলঙ্কাই।

লঙ্কান দলটি বেশ ভারসাম্য পূর্ণ। ব্যাটিং লাইনআপে পাথুম নিশানকা, দানুশকা গুনেথিলেকা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসের মতো তারকারা আছেন। রাখা হয়েছে অভিজ্ঞ দীনেশ চান্দিমালকেও।

ভানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনার সঙ্গে প্রবীন জয়াবিক্রমাকে নিয়ে তাদের স্পিন আক্রমণ বৈচিত্র্যময়। দুশমন্ত চামিরা, চামিকা করুনারত্নে, কাসুন রাজিতার সমন্বয়ে পেস আক্রমণও জুতসই।

২৭ অগাস্ট টুর্নামেন্টে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। 'বি' গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ বাংলাদেশ।

শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনেথিলেকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, প্রবিন জয়াবিক্রমা, দুশমন্ত চামিরা, বিনুরা ফার্নেন্দো, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাতিশা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়ান্দু ফার্নেন্দো, কাসুন রাজিতা।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

4h ago