‘চেষ্টা এক জিনিস আর আমি করে দেখাবো আরেক জিনিস’
বেশ কিছুদিন ধরেই টেস্ট দলে নিয়মিত মুখ পেসার ইবাদত হোসেন। লাল বলে নিজের জায়গা পাকা করার পর এবার সাদা বলেও শুরু হচ্ছে ইবাদতের যাত্রা। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে অভিষেকের পর ডাক পেয়েছেন এশিয়া কাপের টি-টোয়েন্টি দলেও। ইবাদতের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। এই সংস্করণে ভালো করার উপায়ও মনে মনে ভেবে রেখেছেন তিনি।
১৭ টেস্ট খেলার পর কেবল এক সংস্করণের তকমা ঝেড়ে গত জিম্বাবুয়ে সফরে ওয়ানডে অভিষেক তার। নিজের প্রথম ম্যাচে ৩৮ রানে ২ উইকেট নিয়ে রাখেন অবদান। বাংলাদেশকে আগের দুই ম্যাচে ভোগানো সিকান্দার রাজার স্টাম্প উড়িয়ে দেন গতির তোড়ে।
এই পারফরম্যান্সই তাকে ডেকে এনেছে এশিয়া কাপের দলে। স্কোয়াডে পাঁচ পেসারের একজন এই ডানহাতি। শেষ পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ পাবেন কিনা বলা কঠিন। তবে নিজেকে সব রকমভাবে তৈরি করতে খামতি রাখতে চান না। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে জানালেন টি-টোয়েন্টি নিয়ে নিজের ভাবনা, 'আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শোকরিয়া (টি২০ দলে ডাক পাওয়া)। টেস্টে দেখেন সারাদিন বল করার একটা ব্যাপার থাকে আর টি-টোয়েন্টি হল শর্টার ফরম্যাট। এখানে মানিয়ে নেওয়ার মতো ব্যাপার হলো বুদ্ধি খাটিয়ে বল করতে হবে, যেহেতু উইকেট ভালো থাকবে, ব্যাটাররা আগ্রাসী থাকবে। তো পরিকলনা করে বল করাটাই মূল বিষয় আমার কাছে মনে হয়।'
মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে খেলা হবে অতিরিক্ত তাপমাত্রার একটা ইস্যু চলে আসে। তাতে কোন সমস্যা দেখছেন না তিনি, 'গরম কোনো এক্সকিউজ না, আমাদের দেশেও অনেক গরম। গরম আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। উইকেটটা ওখানে ভালো থাকবে বুদ্ধি করে বল করতে হবে।'
'আমরা বোলাররা যদি কম রানে আটকে দিতে পারি তাহলে আমাদের ব্যাটারদের জন্য কাজ সহজ হয়ে যায়। বাড়তি দায়িত্ব সবারই থাকবে, ব্যাটার হোক বোলার হোক। আমরা সবাই মিলে চেষ্টা করবো।'
কুড়ি ওভারের ক্রিকেটে ধুঁকতে থাকা বাংলাদেশকে নিজেদের তীব্র নিবেদন দিয়ে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানালেন ইবাদত, 'আমি মনে করি চেষ্টা এক জিনিস আর আমি করে দেখাবো আরেক জিনিস। আমার জীবন থেকে আমি চেষ্টা করবো এই জিনিসটা শেষ, আমি করে দেখাবো, আমরা করবো ইন শা আল্লাহ। আমরা দল হিসেবে ভালো খেলছি না মানে এই না যে আমরা টি-টোয়েন্টি খেলতে পারি না। আমরা অদূর ভবিষ্যতে ভালো দল হয়ে দাঁড়াবো ইন শা আল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।'
Comments