শেষ বিকেলে ভারতের ৪ উইকেট ফেলে ম্যাচ জমিয়ে দিল বাংলাদেশ
দ্বিতীয় সেশন পর্যন্ত ম্যাচে একদম ব্যাকফুটে ছিল বাংলাদেশ। মনে হচ্ছিল ভারত সারবে আরেকটা আনুষ্ঠানিকতা। কে জানত শেষ বিকেলে মিরপুরের বাইশগজ জমিয়ে রেখেছে কতটা রোমাঞ্চ! দেড়শোর নিচে লক্ষ্য দিয়েও ভারতের ভিত নাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। চতুর্থ দিনে অপেক্ষায় তাই তুমুল রোমাঞ্চের।
১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ৪৫ রান তুলে দিন শেষ করেছে ভারত। শেষ দিনে ম্যাচ জিততে ভারতের চাই ১০০ রান। বাংলাদেশের চাই ৬ উইকেট। ১২ রানে ৩ উইকেট নিয়ে ভারতের ইনিংসে আতঙ্ক ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২১ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
১৪৪ রানের পুঁজি নিয়ে একদম প্রথম বলেই শুভমান গিলের বিপক্ষে জোরালো এলবিডব্লিউর আবেদন করে ব্যর্থ হন সাকিব। রিভিউ নিয়েও পারেননি গিলকে ফেরাতে।
সাফল্য পেতে অবশ্য দেরি হয়নি তার। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই পান উইকেট। ভারত অধিনায়ক লোকেশ রাহুল সাকিবের বলে সামনের পায়ে খেলতে গিয়ে ক্যাচ দেন কিপারের হাতে। ৩ রানে প্রথম উইকেট হারায় ভারত।
তিনে নামা চেতশ্বর পূজারা ভারতকে পুরো সিরিজেই দিয়েছেন ভরসা। এবারও কঠিন পরিস্থিতিতে তার দিকে তাকিয়ে ছিল দল। পূজারা শুরুর কয়েক বল সামলে নিলেও বিদায় নেন ৮ম ওভারে। মিরাজের বলে এগিয়ে খেলতে গিয়ে লাইন মিস করেন। বল তার পায়ে লেগে কিপারের হাতে গেলে তখনো ক্রিজে ফেরা হয়নি তার। রিপ্লেতে দেখা যায় নুরুল হাসান সোহান স্টাম্প ভাঙার আগে ব্যাট মাটিতে নামাতে পারেননি পূজারা। ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। ডান-নাম সমন্বয় আনতে আকসার প্যাটেলকে চারে নামিয়ে দেয় ভারত।
গিল স্পিনারদের লেংথ বদল করতে বারবার এগিয়ে আসছিলেন। তা করতে গিয়েই বিপদে পড়েন তিনি। মিরাজের হালকা টার্ন করা বল অহেতুক এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করে হয়ে যান স্টাম্পিং। গিল ফেরেন ৩৫ বলে ৭ রান করে। ২৯ রানে তিন উইকেট হারায় ভারত।
দিনের একদম শেষ ভাগে গিয়ে বড় উইকেট পেয়ে যায় বাংলাদেশ। মিরাজের বলে এগিয়ে এসে ঠেকাতে গিয়ে ফরোয়ার্ড শর্ট লেগে ধরা দেন ২২ বলে ১ রান করা বিরাট কোহলি। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে থমকে দাঁড়ান কোহলি। তাকে উদ্দেশ করে কিছু একটা বলেন বাংলাদেশের কেউ। পরে সাকিব আল হাসান ও আম্পায়ার এসে পরিস্থিতি সামাল দেন।
দিনের বাকিটা সময় কোনরকমে পার করে দেয় ভারত। তবে চতুর্থ দিনে তাদের জন্য অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। উইকেটে কিছু বল লাফিয়ে উঠছে, কিছু বল আবার গড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ম্যাচ জেতার আশা ভালোভাবেই করতে পারে বাংলাদেশ।
Comments