তাইজুলের নৈপুণ্যে বাংলাদেশের দারুণ সেশন
মেহেদী হাসান মিরাজের বলে রিশাভ পান্তের ব্যাটের কানায় লেগে স্লিপে থাকা লিটন দাসের হাতে লেগে বেরিয়ে গেল বল। অন্যথায় ভারতের উইকেট পড়তে পারতো আরও একটি। সে সুযোগ হয় হাতছাড়া। কিন্তু তারপরও তাইজুল ইসলামের নৈপুণ্যে দারুণ এক সেশন কাটায় বাংলাদেশ। একাই তিনটি উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেটে ৮৬ রান তুলেছে ভারত। বিরাট কোহলি ১৮ ও পান্ত ১২ রানে উইকেটে রয়েছেন।
আগের দিনের বিনা উইকেটে ১৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ভারত এদিন প্রথম পাঁচ ওভার সাবলীলভাবেই কাটিয়ে দেয়। তবে ষষ্ঠ ওভারের (ইনিংসের ১৪তম ওভারে) প্রথম বলেই সাফল্য পায় টাইগাররা। রিভিউ নিয়ে ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। তার বলে বেরিয়ে এসে রক্ষণাত্মক ঢঙেই খেলতে চেয়েছিলেন রাহুল। ব্যাটের আগে প্যাডে লাগলেও জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় লেগ-মিডল স্টাম্পে আঘাত করতো বল। তাতে ভাঙে ২৭ রানের ওপেনিং জুটি।
পরের ওভারে ফিরে আরেক ওপেনার শুভমান গিলকে ফেরান তাইজুল। তাকেও ফেলেন এলবিডাব্লিউর ফাঁদে। সুইপ করতে চেয়েছিলেন এ ভারতীয় ওপেনার। কিন্তু বলে-ব্যাটে হয়নি। এবার কোনো দ্বিধা ছিল না আম্পায়ারের। সতীর্থ চেতেশ্বর পুজারার সঙ্গে কথা বলে নেননি রিভিউও। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হন ৩৯ বলে ২০ রান করে।
টানা দারুণ বোলিং করে যাওয়া তাইজুল নিজের তৃতীয় শিকার ধরেন ৩১তম ওভারে। এবার ফেরান চেতেশ্বর পুজারাকে। অবশ্য তাতে দারুণ অবদান রয়েছে সাবেক অধিনায়ক মুমিনুল হকের। লেগে ঘুরাতে চেয়েছিলেন পুজারা। শর্ট লেগে থাকা মুমিনুল দ্রুততার সঙ্গে সে ক্যাচ লুফে নেন। সফট সিগন্যাল আউট দেন মাঠের আম্পায়ার। জুম করে দেখে তৃতীয় আম্পায়ারও একই মত দিলে মাঠ ছাড়তেই হয় পুজারাকে। ভাঙে ৩৪ রানের জুটি।
এক প্রান্তে অবশ্য অনঢ় কোহলি। দারুণ ব্যাট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতকে। পুজারার বিদায়ের পর তারসঙ্গে জুটি বাঁধেন পান্ত। স্বাভাবিকভাবে ওয়ানডে স্টাইলেই ব্যাটিং করে থাকেন এ উইকেটরক্ষক ব্যাটার। এদিনও শুরু থেকেই তেমন মেজাজেই ব্যাটিং করছেন এ ব্যাটার।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মুমিনুল হকের ৮৪ রানের ইনিংসের পর সতীর্থদের ব্যর্থতায় ২২৭ রানে গুটিয়ে যায় টাইগাররা।
Comments