রিভার্স স্যুইং আমাদের শেখাতে যেও না: রোহিতের কথার জবাবে ইনজামাম

ভারতের আর্শদীপ সিং কীভাবে রিভার্স স্যুইং করাচ্ছেন। সেটি আম্পায়ারদের খতিয়ে দেখতে বলেছিলেন পাকিস্তানের ইনজামাম উল হক। তার জবাবটা কড়া ভাবে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মাথা খোলা রেখে বুঝা জরুরি বলেন তিনি। এবার রোহিতের কথার আরও কড়া জবাব দিলেন ইনজামাম। মাথার সঙ্গে চোখও খোলা রাখতে বলেছেন তিনি। সঙ্গে রিভার্স স্যুইং তাদের না শেখানোর কথাও জানান এই কিংবদন্তি।

সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলে রোহিতের কথার জবাব দিয়ে ইনজামাম বলেন, 'মাথা তো আমি নিশ্চয়ই খুলে নিব। প্রথম কথা সে বলেছে রিভার্স স্যুইং হচ্ছে, যা আমি বলেছিলাম। রোহিত শর্মার আমাদের বলে দেওয়ার প্রয়োজন নেই- রিভার্স স্যুইং কীভাবে হয়, কতটুকু রোদের মধ্যে হয়, কোন ধরনের পিচে হয়। যারা শিখিয়েছে, তাদের শেখাতে হয় না। এসব কথাবার্তা ভালো নয়।'

আর্শদীপের রিভার্স স্যুইং নিয়ে প্রশ্ন করলেও বল টেম্পারিংয়ের অভিযোগ করেননি বলে দাবি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করা ইনজামাম, 'যিনি প্রশ্ন করেছিলেন, যে বল টেম্পারিং করা হচ্ছে। না, আমি এটা বলিনি। ভুল প্রশ্ন করা হয়েছিল। আমি আম্পায়ারকে পরামর্শ দিয়েছিলাম, ১৫তম ওভারে রিভার্স স্যুইং হচ্ছে, চোখ খোলা রাখুন।'

'এখনো আম্পায়ারের প্রতি আমার এই পরামর্শ থাকবে। সঙ্গে আম্পায়ার যদি তার মাথাও খোলা রাখেন, তাহলে অনেক ভালো হয়ে যাবে। সে (রোহিত) তো শুধু মাথা খোলা রাখার কথা বলেছে। আমি আম্পায়ারকে বলবো- চোখও খোলা রাখুন, মাথাও খোলা রাখুন,' যোগ করেন ইনজামাম।

সুপার এইটে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের ঘটনা নিয়ে এই অভিযোগ করেছিলেন ইনজামাম। সেন্ট লুসিয়ায় ভারতের ২৬ রানের জয় পাওয়া ম্যাচের পর ইনজামাম বলেছিলেন, 'যখন আর্শদীপ ১৫তম ওভারে বল করছিল, বল রিভার্স স্যুইং হচ্ছিলো। নতুন বলে এটা তাড়াতাড়ি নয় কি? তার মানে বলটা ১২-১৩তম ওভারে প্রস্তুত করা হয়েছে। বলটা রিভার্স স্যুইংয়ের জন্য তৈরি হচ্ছিলো। আম্পায়ারদের খতিয়ে দেখা দরকার। যদি আর্শদীপ ১৫তম ওভারে বল রিভার্স করায় তাহলে বলে কিছু গুরুতর কাজ হয়েছে।' অবশ্য পাওয়ার প্লের পর বাঁহাতি আর্শদীপকে ১৬তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এনেছিলেন রোহিত।

পরবর্তীতে দ্বিতীয় সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইনজামামের কথার প্রসঙ্গ আসে। সেখানে মুখে কিছুটা বিরক্তি নিয়ে রোহিত বলেন, 'এখন কী জবাব দেব আমি এটার ভাই? এত রোদের মাঝে খেলছেন আপনি, এত শুষ্ক উইকেট, বল রিভার্স আপনা-আপনি হয়। শুধু আমাদের কেন, সব দলের হচ্ছে। মাঝেমধ্যে মাথা কিছু খুলে রাখাটাও জরুরি। বোঝা জরুরি কোন কন্ডিশনে খেলা হচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় ম্যাচ হচ্ছে না। এটাই আমি বলব।'

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

17h ago