ইনজামামকে মাথা খোলা রেখে চিন্তা করতে বললেন রোহিত

Rohit Sharma

ভারতের আর্শদীপ সিং রিভার্স স্যুইং পাচ্ছেন কীভাবে। এটা নিয়ে বেশ অবাক হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। বল টেম্পারিংয়ের ইঙ্গিত করে এমনকি আম্পায়ারদের বিষয়টা খতিয়ে দেখার কথাও বলেছিলেন এই কিংবদন্তি। এবার তার সে অভিযোগের বিপরীতে রোহিত শর্মা জানালেন, মাঝেমধ্যে মাথা খোলা রেখে চিন্তা করা দরকার। শুধু তার দল নয়, ক্যারিবিয়ান কন্ডিশনের কারণে সব দলের রিভার্স স্যুইং পাওয়ার কথাও বলেছেন ভারতের অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রশ্ন শুনে যথেষ্ট বিরক্তিই ফুটে উঠেছিল রোহিতের মুখে। নিজেকে কিছুটা সামলে এরপর তিনি উত্তর দিয়েছেন এভাবে, 'এখন কী জবাব দেব আমি এটার ভাই? এত রোদের মাঝে খেলছেন আপনি, এত শুষ্ক উইকেট, বল রিভার্স আপনা-আপনি হয়। শুধু আমাদের কেন, সব দলের হচ্ছে। মাঝেমধ্যে মাথা কিছু খুলে রাখাটাও জরুরি। বোঝা জরুরি কোন কন্ডিশনে খেলা হচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় ম্যাচ হচ্ছে না। এটাই আমি বলব।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে এ পর্যন্ত ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছে দিনের আলোয়। গায়ানায় আজ দ্বিতীয় সেমিফাইনালেও তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়।

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ২৬ রানের জয় পায়। ওই ম্যাচ শেষে অভিযোগটি তুলেছিলেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে এই ডানহাতি ব্যাটার বলেছিলেন, 'যখন আর্শদীপ ১৫তম ওভারে বল করছিল, বল রিভার্স স্যুইং হচ্ছিলো। নতুন বলে এটা তাড়াতাড়ি নয় কি? তার মানে বলটা ১২-১৩তম ওভারে প্রস্তুত করা হয়েছে। বলটা রিভার্স স্যুইংয়ের জন্য তৈরি হচ্ছিলো। আম্পায়ারদের খতিয়ে দেখা দরকার।'

কিন্তু অজিদের বিপক্ষে ম্যাচে ১৫তম ওভারে বল করেননি আর্শদীপ। বাঁহাতি এই পেসার পাওয়ারপ্লেতে দুই ওভার বোলিং করেন। এরপর নিজের দ্বিতীয় স্পেলে তাকে রোহিত নিয়ে আসেন ১৬তম ওভারে। এরপর ১৮তম ওভারে বোলিং করে তিনি স্পেল শেষ করেন ৩৭ রানে ৩ উইকেট নিয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করা ইনজামাম আরও বলেছিলেন, 'যদি পাকিস্তানি বোলার এমন করত তাহলে অনেক কান্নাকাটি হতো। আমরা জানি কীভাবে বল রিভার্স হয়। যদি আর্শদীপ ১৫তম ওভারে বল রিভার্স করায় তাহলে বলে কিছু গুরুতর কাজ হয়েছে।'

Comments

The Daily Star  | English

Effective tariff for RMG exports to US climbs to 36.5%: BGMEA

The tariff will be a bit less if 20% of the cotton used in garment production is sourced from the USA

1h ago