সব হারিয়ে জেগে উঠল নিউজিল্যান্ড
আগের দিনই বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। উগান্ডা তো বিদায় নিয়েছে আগেই। টুর্নামেন্টের প্রেক্ষিতে মূল্যহীন ম্যাচে জ্বলে উঠল কিউইরা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে বড় জয় তুলল তারা।
ত্রিনিদাতে উগান্ডাকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আফ্রিকার দেশকে মাত্র ৪০ রানে গুঁটিয়ে মাত্র ৩২ বলে খেলা শেষ করেছে তারা।
টস হেরে বোলিং নিয়ে প্রতিপক্ষকে এলোমেলো করে দেন নেপালের দুই পেসার। কেনেথ ওয়াইসওয়া (১৮ বলে ১১) ছাড়া কেউই যেতে পারেননি দুই অঙ্কে। টিম সাউদি ৪ রানে নেন ৩ উইকেট। ট্রেন্ট বোল্ট ৭ রানে পান ২টি। সাউদি গড়েছেন একটা রেকর্ডও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চার ওভারের স্পেলে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড এখন তার। তিনি ভেঙেছেন উগান্ডারই ফ্র্যাঙ্ক সুবুগার রেকর্ড। যিনি পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। এদিন দুটি করে উইকেট পেয়েছেন দুই বাঁহাতি স্পিনার রাচীন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার। বোলাররাই ম্যাচটা শেষ করে দিয়েছেন, ব্যাটাররা পরে সারেন আনুষ্ঠানিকতা। সেটাও স্রেফ তুড়ি মেরে।
৪১ রানের লক্ষ্যে ফিন অ্যালেনকে হারালেও (১৭ বলে ৯) ডেভিন কনওয়ের (১৫ বলে ২২) ঝড়ে খেলা শেষ হয়ে যায় দ্রুত। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেওয়া নিউজিল্যান্ড হতাশার বিশ্বকাপে পায় প্রথম জয়।
Comments