নিউজিল্যান্ডকে কোণঠাসা অবস্থায় পেয়ে খুশি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক
আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ শুরু করা নিউজিল্যান্ডকে প্রচণ্ড চাপে কাবু মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম দুই ম্যাচ জেতা স্বাগতিক দলের অধিনায়ক রভম্যান পাওয়েল মনে করছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার এটাই আদর্শ সময়।
নিজেদের প্রথম দুই ম্যাচে পাপুয়া নিউগিনি ও উগান্ডাকে হারায় ক্যারিবিয়ানরা। অন্য দিকে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয় কিউরা। আফগানদের ১৫৯ রানের জবাবে স্রেফ ৭৫ রানে গুটিয়ে বিশাল হারে রানরেটে নাজুক অবস্থা তাদের।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই ম্যাচ হেরে গেলে আশা শেষ হয়ে যাবে কেইন উইলিয়ামসনের দলের। প্রতিপক্ষের বেহাল অবস্থার কথা জেনে সুযোগ কাজে লাগাতে চান পাওয়েল, 'নিউজিল্যান্ডের বিপক্ষে যদি খেলার আদর্শ সময় থাকে তাহলে এটা সেরকম সময়। তারা এখন প্রবল চাপে আছে। কারণ এই ম্যাচের ফলের উপর নির্ভর করবে তারা পরের পর্বে যাবে কিনা। আমরা নিউজিল্যান্ডের উপর ফোকাস করছি না, নিজেরা কি করতে পারি সেটার উপর ফোকাস করছি।'
বিস্ফোরক সব ব্যাটার নিয়ে সাজানো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপের কারণে তাদের ফেভারিট ধরা হচ্ছে। ঘরের মাঠে খেলার কারণে কন্ডিশনের সুবিধাও পাবে ওয়েস্ট ইন্ডিজ। মজার ব্যাপার হলো ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি কোন দল। পাওয়ালের আশা এক্ষেত্রে তারাই হবে প্রথম, 'আপনি যদি ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুবিধার কথা বলেন এটা বিশাল সুবিধা। আমরা যদি ছুটে গিয়ে বিশ্বকাপ জিততে পারি তাহলে ঘরের মাঠে বিশ্বকাপ জেতা প্রথম দল হবো।'
গায়ানা খেলে ত্রিনিদাদে পৌঁছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই পড়েছে বিড়ম্বনায়। কারণ ব্রায়ান লারা স্টেডিয়ামের অনুশীলন উইকেট প্রস্তুত না থাকায় অনুশীলন করতে পারেনি তারা। নিউজিল্যান্ডের হতাশা এক্ষেত্রে বেশি, কারণ হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।
Comments