টেনিসকে খুব বেশি মিস করেন না নাদাল

Rafael Nadal

গত নভেম্বরে ডেভিস কাপ খেলে টেনিসকে বিদায় বলে দেন কিংবদন্তি স্প্যানিশ তারকা রাফায়েল  নাদাল। প্রায় ২৩ বছর পেশাদার টেনিস খেললেও অবসরের পর আর টেনিস মিস করেন না বলে জানালেন তিনি।

অবসরের ছয় মাস পর রোববার ফ্রেঞ্চ ওপেনের উদ্বোধনী আয়োজনে এসে ২২ টি গ্র্যান্ড স্লাম জেতা এই তারকা সাংবাদিকদের বলেন তার কোন আক্ষেপ নিয়ে, মিস করা নেই, 'আমি টেনিসকে খুব বেশি মিস করি না, কারণ আমি মনে করি আমি আমার যা ছিল সব দিয়েছি।'

'আমি আজ এই শান্তি নিয়ে এসেছি যে আমি কোর্টে থাকতে পারছি না। আমার শরীর আমাকে কোর্টে থাকতে দিচ্ছে না। এটাই সব। আমি শান্তিতে আছি।'

২০০১ সালে পেশাদার ক্যারিয়ার শুরু পর ক্রমেই টেনিসের জগতের উজ্জ্বল নাম হয়ে উঠেন নাদাল। খেলোয়াড়ি জীবনেই পান কিংবদন্তির মর্যাদা। নিজের কাছে তাই তার কোন অতৃপ্তির জায়গা নেই,  'সম্ভাব্য সেরা ক্যারিয়ার গড়ার জন্য যা যা করা দরকার ছিল সবই করেছি, এবং এখন আমি আমার জীবনের এই নতুন পর্যায় উপভোগ করছি, যা আমি নিশ্চিত যে টেনিস ক্যারিয়ারের চেয়ে কম উত্তেজনাপূর্ণ হবে, কারণ খেলাধুলা থেকে যে অ্যাড্রেনালিন পাওয়া যায়, তা জীবনের অন্য কিছুতে খুঁজে পাওয়া অসম্ভব।তবে এর মানে এই নয় যে আমি কম খুশি থাকব।'

৩৮ বছর বয়সী এই খেলোয়াড় বলেছেন যে গত নভেম্বরে তার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করার পর তিনি আর খেলেননি, বরং তার টেনিস একাডেমি, দাতব্য সংস্থা এবং ব্যবসায়িক কাজে মনোযোগ দিচ্ছেন, 'অবসরের পর আমি এখনও র‍্যাকেট ধরিনি। তাই টেনিস কোর্টে না থেকে (ছয়) মাস হয়ে গেছে।'

'তবে আমি খেলব। আমি কোনো এক সময় ফিরে আসব, কারণ কোনো এক সময় আমি একটি প্রদর্শনী বা এরকম কিছু খেলার জন্য নিজেকে প্রস্তুত করব।'

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago