জমজমাট লড়াইয়ে জিতে ফের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিওয়াতেক
প্রথম সেটে বাজেভাবে হারের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেন ক্যারোলিনা মুচোভা। ফলে ফাইনাল গড়াল তৃতীয় সেটে। সেখানে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর জিতে ইগা শিওয়াতেক ফের চ্যাম্পিয়ন হলেন ফরাসি ওপেনে।
শনিবার রোঁলা গাঁরোতে আসরের নারী এককের জমজমাট ফাইনালে ২-১ সেটে জিতেছেন শিওয়াতেক। ইউক্রেনের ২২ বছর বয়সী তারকা চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ মুচোভাকে হারিয়েছেন ৬-২, ৫-৭ ও ৬-৪ গেমে। ফরাসি ওপেনে এটি তার টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় শিরোপা। এখন পর্যন্ত মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম জেতা শিওয়াতেক একবার জিতেছেন ইউএস ওপেন।
ফাইনালের আগে একটি সেটও হারেননি শিওয়াতেক। ছয় ম্যাচের প্রতিটিতে তিনি জেতেন সরাসরি সেটে। ১৬ বছর পর প্রথম খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনের নারী এককের শিরোপা ধরে রাখলেন তিনি। ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলেন বেলজিয়ামের জাস্টিন হেনিন হার্ডিন।
জয়ের উচ্ছ্বাসে ভেসে শিওয়াতেক বলেন, 'এটা কোনো সহজ ম্যাচ ছিল না। শেষ কয়েক সপ্তাহের তীব্রতা খুব বেশি ছিল। আমি সত্যিই খুব খুশি। রেকর্ডের দিকে আমি কখনোই ফোকাস করি না। আমি প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।'
প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা মুচোভাকে সন্তুষ্ট থাকতে হয় রানারআপ হয়ে। অবাছাই হিসেবে শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়ে চমক দেখান তিনি। বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় শিওয়াতেকের সঙ্গে লড়াইও করেন চোখে চোখ রেখে। তবে শেষ পর্যন্ত তার স্বপ্ন পায়নি পূর্ণতা।
ফাইনালে হারের পর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মুচোভা বলেন, 'এটা অবিশ্বাস্য। সবাইকে ধন্যবাদ।... আমার ও আমার দলের জন্য প্যারিসের এই শেষ তিন সপ্তাহ সত্যিই আশ্চর্যজনক ছিল। (শিরোপার) খুবই কাছাকাছি ছিলাম কিন্তু (সেটা) কত দূরেই থেকে গেল। যখন আপনি সেরাদের একজনের বিপক্ষে খেলেন, তখন এমনটা ঘটে।'
Comments