হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

২০২৫ সালে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে অংশ নিতে মোট আটটি দেশ আমন্ত্রিত হয়েছে—বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মেহসিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, 'বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণ গ্রহণ করেছে এবং বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা।'

তবে অর্থনৈতিক দিক থেকে এখনো বড় চ্যালেঞ্জের মুখে দলটি। মেহসিন আরও বলেন, 'আমাদের এখনো কোনো স্পনসর বা আর্থিক সহযোগী নেই, যারা আমাদের বিশ্বকাপে অংশগ্রহণে সহায়তা করতে পারে। আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা আমাদের পাশে দাঁড়ায় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বের এই সুযোগ কাজে লাগাতে সহায়তা করে।'

বিশ্বকাপে প্রতিটি দল ২১ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাবে, যেখানে থাকবে ১৫ জন খেলোয়াড়, পাঁচজন কর্মকর্তা ও একজন আম্পায়ার।

উল্লেখ্য, এই বিশ্বকাপ আয়োজন করছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডাব্লিউসিসি)।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago