‘উজ্জ্বল ভবিষ্যতের আশায়’ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান-দিয়া
রোমান সানা ও দিয়া সিদ্দিকী দম্পতি সম্প্রতি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। একটি 'উজ্জ্বল ভবিষ্যতের আশায়' এই পথ বেছে নিয়েছেন বাংলাদেশের দুই আর্চার।
২০২১ সালে বাংলাদেশ আর্চারি দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। সেই দলে থাকা অসীম কুমার ও আবদুল হাকিম রুবেল আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। জানা গেছে, তাদেরকে দেখে প্রভাবিত হয়ে রোমান ও দিয়ার এমন সিদ্ধান্ত।
রোমান গতকাল বৃহস্পতিবার নিউ জার্সি থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের আশায় গত ২৯ ডিসেম্বর দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছি।'
রোমান আরও জানান, তিনি ও দিয়া ২০২১ সালে যুক্তরাষ্ট্রের পাঁচ বছর মেয়াদী ভিসা পেয়েছিলেন। আর গত কয়েক মাস ধরেই তারা সেখানে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
কোনো অলিম্পিক গেমসে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম আর্চার ও সব মিলিয়ে সরাসরি সুযোগ পাওয়া দ্বিতীয় অ্যাথলেট রোমান। তিনি ২০২১ সালে টোকিও অলিম্পিকে খেলেছিলেন। দিয়া টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে। দুজনের বিয়ে হয় ২০২৩ সালে।
রোমান ও দিয়া বাংলাদেশ আনসারে চাকরিরত ছিলেন। তাদের পদত্যাগপত্র আজ শুক্রবার পৌঁছানোর আধাসামরিক বাহিনীটির কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা রয়েছে।
আর্চারিতে অনেক আন্তর্জাতিক অর্জন থাকলেও রোমানের ক্যারিয়ারের সাম্প্রতিক গ্রাফ নিম্নমুখী। ২০২৩ সালের এশিয়ান গেমসে শেষবার তিনি বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। এর আগে শৃঙ্খলা ভঙ্গের কারণে এক বছরের জন্য তাকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
গত বছরের মার্চে জাতীয় দল থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন রোমান। সেসময় ফেডারেশনের কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেছিলেন তিনি। এতে দুই পক্ষের মধ্যে তৈরি হয় দূরত্ব।
পরে রোমান অবসরে ভেঙে খেলায় ফিরতে চেয়ে আর্চারি ফেডারেশনে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু কোনো সিদ্ধান্ত তাকে দেওয়া হয়নি ফেডারেশনের পক্ষ থেকে। এমন পরিস্থিতিতেই দিয়াকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন তিনি।
চোট থেকে সেরে ওঠার জন্য ছুটি পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিয়া। তার আজ শুক্রবার জাতীয় আর্চারি ক্যাম্পে আবার যোগ দেওয়ার কথা ছিল।
Comments