নারী জুনিয়র এশিয়া কাপ হকি

বাংলাদেশের জালে চীনের ১৯ গোল

ছবি: এশিয়ান হকি ফেডারেশন

নারী জুনিয়র হকি এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। শক্তিশালী চীনের বিপক্ষে গোলবন্যায় ভাসল তারা।

শনিবার ওমানের মাস্কাটে পুল 'এ'র ম্যাচে ১৯-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের নারীরা। শক্তির বিচারে চীনের নারীরা অনেক এগিয়ে থাকায় লাল-সবুজ জার্সিধারীদের হার অনুমিতই ছিল। কিন্তু সেটা ছাপিয়ে অনেক বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।

অনূর্ধ্ব-২১ পর্যায়ের নারী এশিয়া কাপে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় তাদের সুযোগ মিলেছে গত জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত জুনিয়র এশিয়ান হকি ফেডারেশন কাপে রানার্সআপ হওয়ায়। তবে প্রথম ম্যাচেই দলের সামর্থ্য ও অভিজ্ঞতার ঘাটতি ফুটে উঠল প্রকটভাবে।

বাংলাদেশ নারী হকি দলের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। এখনও কোনো ঘরোয়া প্রতিযোগিতা নেই তাদের জন্য। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চীনের অবস্থান ষষ্ঠ। অন্যদিকে, তালিকায় থাকা ৮২ দলের মধ্যে এখনও জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ।

খেলা শুরুর দুই মিনিটের মধ্যে এগিয়ে যায় চীন। এরপর নিয়মিত বিরতিতে গোল হজম করতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টার শেষে ৬-০ গোলে এগিয়ে যাওয়া চীন দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আরও চারবার করে নিশানা ভেদ করে। তাদের গোল উৎসবের সেই ধারা বজায় থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের জাল কাঁপে আরও পাঁচবার।

আগামীকাল রোববার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই লড়াইও ভীষণ কঠিন হবে তাদের জন্য। পাঁচ দলের গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও মালয়েশিয়া।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago