টানা চার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

পোল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমি-ফাইনাল নিশ্চিত হবে, এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। এদিন তাদের কাছেই পাত্তাই পায়নি পোল্যান্ড শিবির। তাতে বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল স্বাগতিকরা।

আজ বৃহস্পতিবার (৩০ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট পোল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচ জিতে নিল তারা। এ জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে (গ্রুপ-এ) শেষ চার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে ৩৮-১৫ পয়েন্ট এগিয়ে ছিল বাংলাদেশ। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে একাই ২৫ পয়েন্ট তুলে নেন তিনি।

এদিন ম্যাচের শুরু থেকেই পোলিশদের চেপে ধরেন মিজান, আরদু, আল-আমিন, রাজিব, ইয়াসিনরা। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পায় দ্বিতীয় লোনার দেখা। ১৪তম মিনিটে আসে তৃতীয় লোনা। এ সময় দুদলের পয়েন্টের পার্থক্য ছিল ৩০-১০। তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এ আসরে ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই (২১ মিনিট) চতুর্থ লোনা তুলে নেয় বাংলাদেশ। ২৯ মিনিটে পঞ্চম, ৩৪ মিনিটে ষষ্ঠ এবং ৩৯ মিনিটে সপ্তম লোনা লাভ করে লাল-সবুজের প্রতিনিধিরা। এ সময় ৭১-২৭ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিক দলটি।

আগামীকাল শুক্রবার (৩১ মে) গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

Comments

The Daily Star  | English
High Court verdict on quick rental law

2 sections of quick rental law unconstitutional: HC

The High Court also directed the government to make all the power plants fully operational

7m ago