প্রজ্ঞানন্দকে হারিয়ে দাবার বিশ্ব সেরা কার্লসেন
মাত্র ১৮ বছর বয়েসী রমেশবাবু প্রজ্ঞানন্দকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। আশা জাগিয়েও এই তরুণ শেষ পর্যন্ত পারেননি। টাইব্রেকারে দাবা বিশ্বকাপে শিরোপা জিতে নিয়েছেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন।
আজারবাইজানের রাজধানী বাকুতে দাবা বিশ্বকাপ ফাইনালের তুমুল লড়াইয়ে প্রথম দুই রাউন্ড হয় ড্র। বৃহস্পতিবার টাইব্রেকারে জিতে যান এর আগেও শিরোপা জেতা কার্লসেন।
টাইব্রেকারের প্রথম রাউন্ডে দুটি র্যাপিড গেমের দুটিই জেতেন কার্লসেন। র্যাপিড গেমের নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের জন্য ২৫ মিনিট সময় পান তারা। প্রতি চালের জন্য ছিল ১০ সেকেন্ডের ইনক্রিমেন্ট।
কার্লসেনকে অবশ্য হারানোর নজির আছে প্রজ্ঞানন্দের। গত বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন এই খেলোয়াড়কে ৩৯ চালে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ১৭ বছরের বালক।
২০১৬ সালে মাত্র ১০ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে সবচেয়ে কম বয়েসী গ্র্যান্ডমাস্টারের রেকর্ড গড়েন তিনি। এবারও প্রজ্ঞানন্দকে ঘিরে আরেকটি বিশ্বনাথ আনন্দের পর দাবায় আরেকবার সেরার মুকুটের স্বপ্ন দেখছিল ভারত।
Comments