সতীর্থকে মেরে নিষিদ্ধ হলেন রোমান
সকল আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের তারকা আর্চার রোমান সানা। শৃংখলা ভঙ্গের দায়ে এই শাস্তি পেলেন ২৭ বছর বয়সী অ্যাথলেট। সোমবার বাংলাদেশ আর্চারি ফেডারেশনের একজন কর্মকর্তা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শৃঙ্খলা ভঙ্গের কারণে চার নভেম্বর কার্যনির্বাহী কমিটি রোমান সানাকে দুই বছরের জন্য সব আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার প্রতিষ্ঠানকেও (বাংলাদেশ আনসার) আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।'
সম্প্রতি বেশ কয়েকবার এক সতীর্থকে মারধোর করার অভিযোগ উঠে রোমানের বিরুদ্ধে। ঘটনাটি ফেডারেশনের নজরে এলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় তারা।
নিজের ভুল স্বীকার করে রোমান বলেন, 'আমি খুবই জঘন্য একটি কাজ করেছি। কারণ দর্শানোর নোটিশে আমি আমার ভুল স্বীকার করেছি। সেই সময় আমি বৃত্তি ও পারিবারিক কিছু বিষয় নিয়ে ঝামেলার মধ্যে ছিলাম। আমি শাস্তি মেনে নিয়েছি, আমার আর কিছু বলার নেই।'
Comments