বিসিটিতে হকি দল কিনেছেন সাকিব

ছবি: ফিরোজ আহমেদ

ক্যারিয়ারে অনেক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বাংলাদেশের অন্যতম সেরা তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এবার নিজেই হলেন একটি ফ্র্যাঞ্চাইজির মালিক। তবে ক্রিকেটে নয়, হকিতে। তার প্রতিষ্ঠান মোনার্ক মার্টের মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) অধীনে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির (বিসিটি) একটি ফ্র্যাঞ্চাইজি কিনেছেন এ অলরাউন্ডার।

সোমবার ঢাকার একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় আসন্ন হকি লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম। সেখানে সাকিবের মোনার্ক মার্ট ছাড়াও দল কিনেছে এসিএমই, সাইফ পাওয়ারটেক, ওয়ালটন ও রূপায়ন গ্রুপ। ছয় দলের এ আসরের অপর দলটির মালিকদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন সাকিব এবং হকি দল কেনার কারণ ব্যাখ্যা করেন, 'যেহেতু আমি বিকেএসপিতে পড়াশুনা করেছি সো সব গেমসের সঙ্গে আমার পরিচিতি বেশি। আমার অনেক বন্ধু আছে যারা হকির জাতীয় দলে খেলে। বর্তমান বা সাবেক। অনেক আছে। আমার রুমমেট (পিন্টু) হকি প্লেয়ার। হোস্টেল লাইফে থাকতাম। তাই হকির সঙ্গে আগগোড়া কানেকটেড ছিলাম। আমাদের লকারের আশপাশে সব সময় হকিস্টিক থাকতোই।'

'সিরিয়াসভাবে বললে হকির অনেক সম্ভাবনা আছে। যেটা এখন শুনলাম র‌্যাঙ্কিংয়ে আমরা ২৭ আছি। ১৬টা দেশ বিশ্বকাপ খেলে। সো বেশি তো দূরে না। ৯ র‌্যাঙ্ক ব্যাবধান। আমার বিশ্বাস যদি সঠিক প্রমোশন পায় হকি এবং ভালোভাবে সবাই উদ্যোগ নেয় তাতে আমরা বিশ্বকাপ খেলতেই পারি।', যোগ করে আরও বলেন সাকিব।

কর্পোরেট হাউসগুলো বিনিয়োগ করে ভালো রিটার্ন না পেলে কতদিন চালিয়ে যাবে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, 'দেখুন প্রথমে হয়তো কিছুদিনের জন্য এটা ভালো অপশন শুরুটা করা হলো। যেহেতু পুরো পৃথিবীতে এই মডেলটা সফল, তাই এই মডেলটা অনুসরণ করা ভালো একটা দিক। এটা ভ্যালিড পয়েন্ট। সব কিছুর একটা রিটার্ন সবাই চায়। যেহেতু তারা করপোরেট হাউজ সেহেতু তারাও চিন্তা করবে কিভাবে রিটার্ন আসে। সেটা নিয়ে হকি ফেডারেশন চিন্তা করবে।'

বিকেএসপিতে প্রতিযোগিতামূলক হকি ম্যাচগুলো উপভোগ করতেন বলে জানান সাকিব। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জাতীয় হকি দলের জন্য কিছু নতুন খেলোয়াড় তৈরি করবে বলে আশাবাদী এ ক্রিকেটার, 'আমি মনে করি এই টুর্নামেন্ট হলে হকি অন্তত ৩-৪টা নতুন প্লেয়ার পাব। কিছু পুরনো প্লেয়ার আছে। যখন এই স্কেয়াডটা অনেক বড় হয়ে যাবে প্রতিযোগিতা বেড়ে যাবে, এটা থেকে শুধু হকি উপকৃত হবে এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা আরও ভালো অবস্থানে চলে যাব।।'

অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ২০ দিনব্যাপী এ টুর্নামেন্টের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

14h ago