বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন

ছবি: ফিরোজ আহমেদ

ব্যাট হাতে অসাধারণ একটি বছর কাটানোর স্বীকৃতি পেলেন লিটন দাস। ২০২২ সালের বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন তিনি। প্রথম রানারআপ হলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আর্চার নাসরিন আক্তার হলেন দ্বিতীয় রানারআপ।

রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রের ২০২২ সালের সেরাদের পুরস্কৃত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।

গত বছর ব্যাট হাতে আলো ছড়ান ডানহাতি তারকা ব্যাটার লিটন। বাংলাদেশের জার্সিতে তিন সংস্করণ মিলিয়ে ৪২ ম্যাচে ৪০.০২ গড়ে মোট ১৯২১ রান করেন তিনি। বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তার হাতে।

বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার লড়াইয়ে লিটনের কাছে হারলেও দর্শকদের ভোটে 'পপুলার চয়েজ অ্যাওয়ার্ড' জিতেছেন সাবিনা। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপজয়ী তারকা ফরোয়ার্ড পেয়েছেন ৫১.৪১ শতাংশ ভোট। এই ক্যাটাগরিতে প্রথম রানারআপ হয়েছেন লিটন, দ্বিতীয় রানারআপ দৌড়বিদ ইমরানুর রহমান।

বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। অনুমিতভাবেই বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন সাবিনা।

২০২২ সালের বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড বিজয়ীরা:

বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)

বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস

বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা

বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন রবিনহো (ব্রাজিল)

বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন

বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার

বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম

বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান

বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী ছোটন (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)

উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)

তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)

বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)

সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল।

Comments

The Daily Star  | English

6 months of interim govt: Citizens still in fear for safety

Many citizens feel unprotected and vulnerable since law enforcement agencies have not been able to regain control

9h ago