ইসাকের জন্য লিভারপুলের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করল নিউক্যাসল

ছবি: এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের পক্ষ থেকে আলেকসান্দার ইসাকের জন্য দেওয়া প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিউক্যাসল ইউনাইটেড।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শুক্রবার জানিয়েছে, সুইডিশ এই স্ট্রাইকারের জন্য ট্রান্সফার ফি হিসেবে প্রায় ১৫ কোটি পাউন্ড চায় নিউক্যাসল। তবে লিভারপুলের দেওয়া প্রস্তাবে অর্থের পরিমাণ ছিল এই অঙ্কের চেয়ে কম।

লিভারপুলের আনুষ্ঠানিক প্রস্তাবের নির্দিষ্ট অঙ্ক এখনও প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রস্তাবটি ছিল ১১ কোটি পাউন্ডের। বোনাস ও অন্যান্য ভাতা মিলিয়ে খরচের অঙ্কটা আরও কিছু বাড়ত।

ইতোমধ্যে এশিয়া মহাদেশ সফরে নিউক্যাসলের প্রাক-মৌসুম প্রস্তুতির স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ তিনি ক্লাব ছাড়ার কথা ভাবছেন। যদিও ইংলিশ ক্লাব নিউক্যাসল আসন্ন মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বর্তমানে ইসাক একা একা অনুশীলন করছেন তার সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। তার ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। ২০২২ সালে স্প্যানিশ ক্লাব সোসিয়েদাদ থেকে প্রায় ৬ কোটি পাউন্ডে তিনি নিউক্যাসলে যোগ দিয়েছিলেন।

এখন দেখার বিষয় হলো, ইসাকের জন্য খরচের অঙ্ক বাড়িয়ে নতুন কোনো প্রস্তাব লিভারপুল দেয় কিনা। তাদের ডাচ কোচ আর্নে স্লট এই ফুটবলারকে দলে পেতে খুবই আগ্রহী।

চলমান গ্রীষ্মকালীন দলবদলে বেশ বড় অঙ্কের অর্থ খরচ করেছে অলরেডরা। ইতোমধ্যে তারা ফ্লোরিয়ান ভিরৎজ, হুগো একিতিকে, মিলোস কেরকেজ, জেরেমি ফ্রিমপং, জর্জি মামারদাশভিলি ও আরমিন পেসিকে দলে টেনেছে। বোনাস ও অন্যান্য ভাতা বাদ দিয়ে তাদের ব্যয় হয়েছে প্রায় ২৬ কোটি ৫০ লাখ পাউন্ড।

অন্যদিকে, প্রাথমিকভাবে এখন পর্যন্ত ১১ কোটি ৫০ লাখ ইউরো আয় হয়েছে লিভারপুলের। তারা বিক্রি করেছে লুইস দিয়াজ, জারেল কোয়ানসাহ, কুইভিন কেলেহের ও ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডকে।

সবশেষ ২০২৪-২৫ মৌসুমে নিউক্যাসলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ২৫ বছর বয়সী ইসাক। নজরকাড়া পারফরম্যান্সে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২৭ গোল করেন তিনি।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago