এশিয়ান কাপে ঋতুপর্ণা-আফঈদাদের চ্যালেঞ্জ কতবড়?
এএফসি নারী এশিয়ান কাপের ড্র হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে সূচি। প্রথমবারের মতন মর্যাদার এই আসরে বাংলাদেশ এখন তাদের প্রতিপক্ষদের জেনে গেছে। আফঈদা খন্দকার ও তার দল 'বি' গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন চীন, তিনবারের বিজয়ী উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের বিপক্ষে খেলবে।
ড্র যাই হোক না কেন, বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য চ্যালেঞ্জ একই থাকছে -- গ্রুপ পর্ব পেরিয়ে একটি কঠিন পাহাড় অতিক্রম করা। এর মধ্যেই নিহিত আছে স্বপ্ন পূরণ এবং অসম্ভবকে সম্ভব করার জন্য নিরলস সংকল্পের এক গল্প।
'স্টার এক্সপ্লেইনস'-এ থাকছে বাংলাদেশের গ্রুপ, তাদের চ্যালেঞ্জ এবং আসন্ন এশিয়ান কাপে সম্ভাবনার বিশ্লেষণ।
Comments