আবারও কোপার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি ব্রাজিল

নারী ফুটবলে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চে আবারও হাজির সেই পরিচিত দুই নাম—ব্রাজিল ও কলম্বিয়া। শক্তির ভারসাম্যে টইটম্বুর এ দুই দলের ফাইনাল মানেই রুদ্ধশ্বাস উত্তেজনা।
সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবারও তাদের প্রতিপক্ষ সেই কলম্বিয়াই, যাদের হারিয়েই ২০২২ সালে অষ্টমবারের মতো শিরোপা জিতেছিল সাম্বার মেয়েরা।
শিরোপার পথে উজ্জ্বল পারফরম্যান্সের পাশাপাশি ব্রাজিল নিশ্চিত করেছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও। ম্যাচে জোড়া গোল করে নজর কাড়েন অ্যামান্ডা গুতিয়েরেস, যিনি নিজের প্রথম কোপা আমেরিকা ফাইনাল খেলতে যাচ্ছেন।
২৪ বছর বয়সী গুতিয়েরেস বলেন, 'আমরা খুবই খুশি। এটি আমার প্রথম ফাইনাল। কোচের সঙ্গে আমরা যেভাবে পরিশ্রম করেছি, তারই ফল এটি। কলম্বিয়া খুব কঠিন প্রতিপক্ষ, তবে আমরা শিরোপা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
সেমিফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ম্যাচের ১১ মিনিটে মার্তার দুর্দান্ত ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন গুতিয়েরেস। এরপর দুই মিনিট না যেতেই গারবেলিনি কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
উরুগুয়ে একবার গোলের কাছাকাছি পৌঁছালেও বেলেন আকুইনোর শট বার কাঁপিয়ে ফিরে আসে। ২৭ মিনিটে মার্তা পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করে স্কোরলাইন করেন ৩-০। দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী এক গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও গুতিয়েরেসের ফ্রি-কিক গোল এবং শেষ মুহূর্তে ডুডিনহার গোল ব্রাজিলকে এনে দেয় দারুণ এক জয়।
এই জয়ে নিশ্চিত হয়েছে আরও এক রুদ্ধশ্বাস ফাইনাল। শনিবার শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া— যেখানে ২০২২ সালের চ্যাম্পিয়নরা ফের শিরোপা ধরে রাখার মিশনে নামবে, আর কলম্বিয়া চাইবে পুরোনো হিসাব চুকিয়ে ইতিহাস গড়তে।
Comments