লাস ভেগাসে ২০২৬ বিশ্বকাপের ড্র ৫ ডিসেম্বর!

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের শহর লাস ভেগাসে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন ও মেক্সিকোর টিউডিএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
আগামী ৫ ডিসেম্বর বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ থাকবে এই উজ্জ্বল শহরের দিকে, যেখানে ৪৮ দলের বর্ধিত বিশ্বকাপের গ্রুপ নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই আসরে মোট ১২টি গ্রুপে ভাগ হবে দলগুলো, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল।
বিশেষ দিক হলো, ১৯৯৪ সালের বিশ্বকাপ ড্র-ও হয়েছিল লাস ভেগাসে, যদিও সে বছর শহরটি কোনো ম্যাচ আয়োজন করেনি। ২০২৬ সালের ক্ষেত্রেও সেই ঐতিহাসিক পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে—লাস ভেগাস এবারও ম্যাচ আয়োজন না করেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে ড্র আয়োজক শহর হিসেবে।
ড্র অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে শুরুতে আলোচনায় ছিল 'দ্য স্ফিয়ার'—২০২৩ সালে উদ্বোধন হওয়া ১৭,৫০০ আসনের অত্যাধুনিক ভেন্যুটি। তবে পরবর্তীতে ইএসপিএনের এক আপডেট জানায়, ভেন্যু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ড্র অনুষ্ঠানটি সেখানে অনুষ্ঠিত হচ্ছে না।
Comments