মেসিকে হারিয়ে লরিসের প্রতিশোধ

লুসাইল স্টেডিয়ামের সেই স্মৃতিটা এখনও হয়তো তরতাজা। লিওনেল মেসির কাছে মূল ম্যাচে দুইবার পরাস্ত হওয়ার পর টাই-ব্রেকারেও হতাশা উপহার পান হুগো লরিস। সময়ের আবর্তে এখন দুইজনই খেলেন মেজর লিগ সকারে। দীর্ঘদিন পর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখিও হয়ে গেলেন তারা। এবার জয়ী দলের তাঁবুতে লরিস।

লস অ্যাঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি)। ম্যাচের একমাত্র গোলটি করেন ২১ বছর বয়সী তরুণ নাথান ওর্ডাজ।

মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি তার আগের ছয়টি চ্যাম্পিয়ন্স কাপ ম্যাচের প্রত্যেকটিতে গোল কিংবা অ্যাসিস্ট করেছিলেন। মোট পাঁচটি গোলের সঙ্গে তার অ্যাসিস্ট সংখ্যা ছিল দুটি।  এবারের টুর্নামেন্টের আগের রাউন্ডগুলোতেও তিনি তিন গোল করেছিলেন। কিন্তু এদিন তাকে গোলশূন্য রাখেন লরিস।

শনিবার ইনজুরি থেকে ফিরেই গোল করা মেসি পুরো ম্যাচ খেললেও লস অ্যাঞ্জেলেসের মাঠে তার শটগুলো কাজে লাগাতে পারেননি। তার পাঁচটি শটের মধ্যে দুটি লক্ষ্যে থাকলেও ফরাসি গোলরক্ষক অসাধারণ দক্ষতায় সেগুলো রুখে দেন।

৩৭ বছর বয়সী মেসি সাম্প্রতিক সপ্তাহগুলোতে অবশ্য অ্যাডাক্টর ইনজুরিতে ভুগছিলেন, যার ফলে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের ম্যাচও মিস করেন। তবে ফিলাডেলফিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামার পর গোল করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এদিন দুটি ফ্রি-কিক নেন, কিন্তু একটিতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান এবং অপরটি সরাসরি লরিসের হাতে জমা দেন।

৮০তম মিনিটে একটি সম্ভাব্য ভালো সুযোগ পান, কিন্তু তার শট পোস্টের অনেক ওপরে চলে যায়। ৮৬তম মিনিটে আরও একটি শট লরিস ঠেকিয়ে দেন। অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকেও গোলের মুখ খুঁজে পাননি মেসি।

তবে ম্যাচের ৫৭তম মিনিটে ওর্ডাজ এগিয়ে দেন এলএএফসিকে, যখন সার্জিও বুসকেতসকে কাটিয়ে দূরপাল্লার এক শটে ইন্টার মায়ামির জালে বল পাঠান তিনি। তবে প্রথমার্ধেই লাল কার্ড দেখতে পারতেন এই তরুণ। উরুগুয়ের ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকনের সংঘর্ষে জড়িয়ে পড়েন। তখন ফ্যালকনকে ওর্ডাজ ঘুষি মারেন, কিন্তু ভিডিও রিভিউয়ের পর রেফারি তাকে শুধুমাত্র হলুদ কার্ড দেন।

সবমিলিয়ে এ নিয়ে সাতবার মুখোমুখি হলেন লরিস ও মেসি। যেখানে সবমিলিয়ে এখনও উপরেই আছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনবার জয় পেয়েছেন তিনি। দুইবার হেরেছেন, বাকি দুইবার ড্র। তবে মেসিকে ফের হারানোর সুযোগ কিছুদিনের মধ্যেই পাচ্ছেন লরিস। যেখানে দ্বিতীয় ম্যাচের ম্যাচটি তারা খেলবে মায়ামির স্টেডিয়ামে।

ফোর্ট লডারডেলে আগামী ৯ এপ্রিল ফিরতি লেগে আবার মুখোমুখি হবে দুই দল। দুই লেগ মিলিয়ে মোট গোলের ভিত্তিতে বিজয়ী দল উঠবে সেমিফাইনালে, যেখানে প্রতিপক্ষ হবে এমএলএস-এর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস বা মেক্সিকান লিগার পুমাস, যারা তাদের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

Comments

The Daily Star  | English
Tarique Rahman warns against return of fascist forces

Tarique Rahman urges first-time voters to back BNP

'Let the first vote of the youth be for the sheaf of paddy,' he says

8m ago