ডার্বি হারের পর প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরলেন মরিনহো

আবারও বড় সমস্যায় পড়তে পারেন ফেনারবেক কোচ জোসে মরিনহো। তুর্কি কাপের কোয়ার্টার-ফাইনালে বুধবার গ্যালাতাসারের বিপক্ষে ২-১ গোলের হারের পর তিনি প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন এই পর্তুগিজ কোচ।
সফরকারী দলের হয়ে দুটি গোল করে ভিক্টর ওসিমেন, যার দ্বিতীয়টি আসে পেনাল্টি থেকে। স্বাগতিকদের পক্ষে সেবাস্টিয়ান শিমানস্কি বিরতির ঠিক আগে এক গোল শোধ করেন। তবে ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে পৌঁছে, যখন উভয় দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং পরিস্থিতি সামলাতে পুলিশকে মাঠে নামতে হয়।
রেফারি তিনজন খেলোয়াড়কে লাল কার্ড দেখান, যার মধ্যে দুজন গ্যালাতাসারের। ম্যাচ শেষ হওয়ার পর গ্যালাতাসারের কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন মরিনহো, এরপর বুরুক নাটকীয়ভাবে মাটিতে পড়ে যান।
এর আগেও মরিনহো অনেক বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন। ফেব্রুয়ারিতে গ্যালাতাসারে তার বিরুদ্ধে 'বর্ণবাদী মন্তব্য' করার অভিযোগ তোলে, কারণ একটি সুপার লিগ ম্যাচে প্রতিপক্ষ বেঞ্চের প্রতিক্রিয়া দেখে তিনি বলেন, 'বানরের মতো লাফাচ্ছে।' সেই ঘটনার পর তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল, যা পরে কমিয়ে দুই ম্যাচে আনা হয়।
২০১১ সালে, রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন, তিনি বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে আঙুল দিয়ে ধাক্কা মেরে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।
বুধবারের ম্যাচের পর মরিনহোকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে গ্যালাতাসারে, যেখানে মরিনহো ও বুরুককে দেখা যায় এবং ক্যাপশনে লেখা ছিল, 'আক্রমণ করা নয়, মেনে নিতে শেখো।'
আরেকটি পোস্টে মরিনহোর কার্টুন ভিডিও শেয়ার করে তারা লিখেছে, 'গ্যালাতাসারে তোমাকে পাগল করে দেয়।'
লিগে ফেনারবেক বর্তমানে গ্যালাতাসারের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে, তবে তাদের একটি ম্যাচ হাতে রয়েছে।
Comments