বার্নাব্যুতে দুয়ো সতর্কবার্তা, বললেন রিয়াল কোচ

নির্ধারিত সময়ে দুই গোলের লিড ধরে রাখতে পারলো না রিয়াল মাদ্রিদ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। স্বাভাবিকভাবেই বার্সেলোনা কাছে বিধ্বস্ত হওয়ার পর আরেকটি হারের শঙ্কায় তখন সমর্থকরা। বিরক্ত হয়ে দুয়ো দিতে শুরু করেন তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে এই ঘটনা নিজেদের জন্য সতর্ক বার্তা বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

যদিও অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রিকের নৈপুণ্যে কোনো অঘটন ঘটেনি। শেষ ১২ মিনিটে উল্টো তিনটি গোল আদায় করে নিয়ে সেলতা ভিগোকে শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ।

তবে আলোচনা নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের দুয়ো নিয়েই। আর এটা নিজেদের প্রাপ্য বলেই মেনে নিয়েছেন আনচেলত্তি, 'এটা ভক্তদের কাছ থেকে সতর্কবার্তা, যা গ্রহণযোগ্য। বার্সার বিপক্ষে যা ঘটেছে তা মাথায় রেখে এটি স্বাভাবিক। আমরা পরে ভালো প্রতিক্রিয়া দেখিয়েছি।'

তবে প্রয়োজনীয় সময়ে ভক্তদের সমর্থন ঠিকই পাচ্ছেন বলে জানান এই ইতালিয়ান কোচ, 'বার্নাব্যু আজ দুয়ো দিয়েছে আমাদের জাগানোর জন্য। কিন্তু যখন বার্নাব্যু আমাদের সমর্থন করে, তখন সেটি আমাদের জন্য বিশেষ কিছু।'

এদিন ৮৩ মিনিট পর্যন্ত রিয়াল ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে সে সময়ে দুই গোলের ক্ষেত্রে ভুল করার বিষয়টি স্বীকার করে নিয়েছেন আনচেলত্তি, ''শেষের দিকে মনোযোগের অভাবের ফল এটি। এটা পরিষ্কার যে এমনটা হওয়া উচিত নয়। আমরা এই ধরনের ভুল এড়াতে এবং ম্যাচের শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে কাজ করছি।'

তবে দলের প্রতিক্রিয়া ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি, 'ব্যাপারটা সহজ, আমরা শেষদিকে দুই গোল দিয়ে বসেছি। ৭০ মিনিট পর্যন্ত ভালো খেলেছি এবং তখনই ম্যাচটি নিশ্চিত করা যেত। তবে অতিরিক্ত সময়ে খেলোয়াড়রা ভালো প্রতিক্রিয়া দেখিয়েছে এবং সবকিছু ঠিকঠাক হয়েছে।'

Comments

The Daily Star  | English

BNP won’t tolerate extortionists, grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

14m ago