কিংসকে হারিয়ে দিল ১০ জনের মোহামেডান

ম্যাচের প্রায় শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু তাতে যেন আরও তেতে ওঠে দলটি। একজন কম নিয়ে কোণঠাসা হয়ে যাওয়া তো দূরের কথা সমান তালেই লড়াই করে তারা। দ্বিতীয়ার্ধে গোল দিয়ে এগিয়েও যায় দলটি। যা শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে সাদাকালো শিবিরকে।

শুক্রবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে মোহামেডান। ম্যাচের ৫৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে।

এদিন ম্যাচের ২১তম মিনিটে কিংসের রাকিব হোসেনকে ফাউল করে লাল কার্ড দেখেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। তাই বাধ্য হয়ে আরিফ হোসেনের বদলে গোলরক্ষক সাকিব আল হাসানকে মাঠে নামান কোচ আলফাজ আহমেদ। এই বদলি গোলরক্ষকই দারুণ কিছু সেভে জয়ের অন্যতম নায়ক।

এদিন ম্যাচের প্রায় সিংহভাগ এক জন খেলোয়াড় কম নিয়ে খেললেও দারুণ লড়াই করে মোহামেডান। দ্বিতীয়ার্ধে ইমানুয়েল সানডের বদলে রহিমউদ্দিনকে মাঠে নামানো ট্রামকার্ডের মতো কাজ করে। এই রহিমউদ্দিনের থ্রু পাসেই এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান দিয়াবাতে।

ব্যবধান আরও বড় হতে পারতো। যদি ফরোয়ার্ডরা আরেকটি নিখুঁত হতে পারতেন। ৭৪তম মিনিটে তো পেনাল্টিও পেয়েছিল মোহামেডান। সেই শট নিতে গিয়ে মিস করেন দিয়াবাতে। তার শট ঝাঁপিয়ে ঠেকান কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

অন্যদিকে দারুণ কিছু সুযোগ নষ্ট করে কিংসও। জারেদ খাসা, মিগুয়েল ফেরেইরা, জোনাথন ফার্নান্দেজ, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিবদের অনেক সুযোগই নষ্ট করে দেন মোহামেডান গোলরক্ষক সাকিব। শেষ পর্যন্ত দারুণ জয়েই মাঠ ছাড়ে দেশের অন্যতন ঐতিহ্যবাহী ক্লাবটি।  

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

Second uprising, this time against corruption: Jamaat chief

Says, if elected, MPs will act as servants, not masters

1h ago