কোচিংয়ে ফিরলেন ল্যাম্পার্ড, ফিরলেন নিস্টলরয়ও

গত কয়েকদিন থেকেই গুঞ্জন ছিল চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটির প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। দেড় বছর পর কোচিংয়ে ফিরলেন চেলসির সাবেক বস। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির কোচ হয়েছেন রুড ফন নিস্টলরয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ল্যাম্পার্ডকে কোচের দায়িত্ব দেওয়ার কথা জানায় কভেন্ট্রি সিটি। ৪৬ বছর বয়সী এই কোচের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে ক্লাবটি। মার্ক রবিনসের স্থলাভিষিক্ত হলেন

চ্যাম্পিয়নশিপে বর্তমানে ১৭ নম্বরে আছে কভেন্ট্রি। অবনমন অঞ্চল থেকে স্রেফ ২ পয়েন্ট ওপরে আছে দলটি। এখন পর্যন্ত হওয়া ১৪ ম্যাচের মধ্যে সাতটিতে হারার পর রবিনসনকে বরখাস্ত করে ক্লাবটি। অথচ শেষ আট বছর টানা দায়িত্ব পালন করেছেন এই কোচ।

২০১৮ সালে ডার্বি কাউন্টির হয়ে কোচের দায়িত্ব পালন করা ল্যাম্পার্ড ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে চেলসির কোচ ছিলেন। এরপর ২০২৩ সালের মে মাসে ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেন। মাঝে এক বছর ছিলেন এভারটনের দায়িত্বেও।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা নিস্টলরয়। তার অধীনে দুটি ম্যাচেই উড়ন্ত জয় পেয়েছিল ইউনাইটেড। ইউনাইটেড ছাড়ার দুই সপ্তাহের মধ্যেই কোচিংয়ে ফিরলেন এই ডাচ তারকা।

Comments

The Daily Star  | English

Time to build the country after overcoming dictatorship: Tarique

Highlights need to build skilled generations across all sectors

1h ago