লেভানদোভস্কির শততম গোল, বার্সার সহজ জয়

নিজেদের শেষ দুটি ম্যাচে জয়হীন ছিল বার্সেলোনা। লালিগায় সেই দুটির মধ্যে একটিতে তো হেরেই গিয়েছিল দলটি। তাই জয়ের ধারায় ফেরাই ছিল বড় চ্যালেঞ্জ কাতালানদের জন্য। রবার্ট লেভানদোভস্কির মাইলফলক ছোঁয়া গোলে কাজটা সহজ হয়ে যায় তাদের জন্য। এরপর দানি ওলমো ও লেভার আরও একটি গোলে জয় নিশ্চিত হয় স্প্যানিশ ক্লাবটির।

অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফরাসি ক্লাব ব্রেস্টকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তাতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। পাঁচ ম্যাচে চারটি জয়ে ১২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

এদিন সবার দৃষ্টি ছিল চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম গোল করতে পারেন কিনা লেভানদোভস্কি। তবে এরজন্য কেবল ১০ মিনিট সময় নিয়েছেন তিনি। এরপর ম্যাচের শেষ দিকে করেন আরও একটি গোল। ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে একশ কিংবা তার বেশি গোলের ক্লাবে যোগ দিলেন এই পোলিশ তারকা।

ম্যাচে এদিন শুরু থেকেই পরিষ্কার প্রাধান্য ছিল বার্সেলোনার। ৭৬ শতাংশ সময় বল দখলে রেখে ১৯টি শট নেয় দলটি। যার ৮টি ছিল লক্ষ্যে। যেখানে হ্যাটট্রিকই পেতে পারতেন ফেরমিন লোপেজ। একের পর এক সুযোগ নষ্ট করেন এই মিডফিল্ডার। নষ্ট করেন তার সতীর্থরাও।

দশম মিনিটে ডি-বক্সে লেভানদোভস্কিকে প্রতিপক্ষ গোলরক্ষক মার্কো বিজট ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে শততম গোল আদায় করে নেন লেভা। ১৯তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন ফেরমিন। গোলরক্ষককে পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।

চার মিনিট পর তো সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এই তরুণ। রাফিনিয়ার কাটব্যাক থেকে ফাঁকায় পেয়েও বাইরে মারেন। ৪০তম মিনিটে ফের সহজ সুযোগ নষ্ট করেন ফেরমিন। পাউ কুবারসির ক্রস থেকে একেবারে অরক্ষিত অবস্থায় হেড দেওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলরক্ষক বরাবর হেড নিয়ে সে সুযোগ নষ্ট করেন এই তরুণ।

৫৩তম মিনিটে আবার ফেরমিন। আরও একটি দারুণ সুযোগ নষ্ট করেন এই মিডফিল্ডার। ফাঁকায় থেকে গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ৬১তম মিনিটে ওলমোর শট গোল লাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। পাল্টা আক্রমণে সুযোগ ছিল ব্রেস্টেরও। তবে নিয়ন্ত্রণ রাখতে পারেননি মামা বালদে।

৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারে বার্সা। জেরার্দ মার্তিনের ক্রস থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ছোট ডি বক্সে ঢুকে দারুণ দক্ষতায় বল জালে পাঠান চলতি মৌসুমে বার্সায় ফিরে আসা এই মিডফিল্ডার। নয় মিনিট পর বার্সার জালে জড়িয়েছিলেন ব্রেস্টের পেরেইরা লাজ। তবে অফসাইডের কারণে গোল মিলেনি।

৮৫তম মিনিটে সুবর্ণ এক সুযোগ নষ্ট করেন বদলি খেলোয়াড় পাবলো তোরে। গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন তিনি। তবে ম্যাচের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানদোভস্কি। বদলি খেলোয়াড় আলেক্স বালদের কাছ থেকে বল পেয়ে দারুণ এক কোণাকোণি শটে বল জালে পাঠান এই পোলিশ ফরোয়ার্ড।

Comments

The Daily Star  | English

Build national unity, prevent division among people

The BNP yesterday shared its concerns over recent violence in Dhaka and Chattogram with Chief Adviser Professor Muhammad Yunus, calling for national unity to tackle such challenges.

37m ago