বিশ্বকাপ বাছাই

উরুগুয়ের সঙ্গেও ড্র করল ব্রাজিল

garson
ব্রাজিলকে সমতায় ফেরান গারসন

ভেনিজুয়েলার মাঠে গিয়ে ড্র করে আসা ব্রাজিল ঘরের মাঠেও প্রত্যাশিত জয় পেল না। এবার অবশ্য প্রতিপক্ষ ছিলো শক্তিশালী উরুগুয়ে। তাদের বিপক্ষে পিছিয়ে পড়ে পরে  সমতায় ম্যাচ শেষ করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সালভাদরে বুধবার বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়। ম্যাচের ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদরিকো ভালবার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৬২ মিনিটে গারসনের গোলে সমতা আনে ব্রাজিল।

এই ড্রয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে টেবিলের পাঁচে নেমে গেল ব্রাজিল। ১২ ম্যাচে ৫ জয়ে দরিভাল জুনিয়রের দলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।

ব্রাজিল-উরুগুয়ে দুই দলই সাম্প্রতিক সময়ে সমশক্তির, এই ম্যাচের স্কোরলাইনেও সেই ছাপ। তবে ম্যাচে মূলত এদিন ব্রাজিলেরই প্রাধান্য ছিল। ৬২ শতাংস বল পায়ে রেখে প্রতিপক্ষের গোলে ১৮টি শট নেয় তারা, যার তিনটা কেবল লক্ষ্যে ছিলো। 

ম্যাচের একদম শুরুতেই তিন মিনিটে সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস। তবে তিনি বল মারেন বাইরে। ২১ মিনিটে ফাকুন্দো পেলেস্ট্রির উরুগুয়েকে এগিয়ে নেওয়ার সুযোগ হারান। গোলবিহীন প্রধামার্ধের পর দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে হতাশ করেন সাভিনিয়ো। ম্যানচেস্টার সিটি তারকা বক্সে রাখতে পারলে তখনই এগিয়ে যেতে পারত দরিভাল জুনিয়রের দল। 

খেলার ধারার বিপরীতে ৫৫ মিনিটে গোল করে বসে উরুগুয়ে। ডি-বক্সের বাইরে থেকে ক্ষিপ্র গতির শটে গোল পেয়ে যান রিয়াল তারকা ভালবার্দে। স্তব্ধ গ্যালারিকে ৭ মিনিট পরই জাগান গারসন। তিনিও দূরপাল্লার শটেই বল জড়ান জালে 

এরপর একাধিক সুযোগ পেয়ে তাকে কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিলের আক্রমণ ভাগ। টানা দুই জয়ের পর টানা দুই ড্রতে আবার আরেকটু বিপাকে ব্রাজিল। 

Comments

The Daily Star  | English

Political party consensus will determine speed of reforms, election

Prof Yunus says in an exclusive interview with The Daily Star Editor Mahfuz Anam

8h ago