'বন্ধু' আমোরি চাইলে ম্যানইউতে ফিরবেন রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় অধ্যায়ের শেষটা বেশ বাজেভাবেই হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। এক অর্থে তাকে বিদায় করে দেওয়া হয়েছিল তাকে। সেই ক্লাবেই আবার ফিরবেন এই পর্তুগিজ তারকা! তবে সেটা কেবল ঘটতে পারে এক সময়ের সতীর্থ ও বন্ধু রুবেন আমোরি তাকে পর্যাপ্ত সম্মান দিয়ে চাইলেই। এমনটাই জানিয়েছেন রোনালদোর সাবেক সতীর্থ লুইস সাহা।
কাতার বিশ্বকাপের আগে এক সাংবাদিককে দেওয়া রোনালদোর এক বিস্ফোরক মন্তব্যের জেরে রোনালদোর চুক্তি বাতিল করে ইউনাইটেড। তৎকালীন ইউনাইটেড কোচ এরিক টেন হাগের প্রতি তার কোনো সম্মান নেই বলে জানান। পরে বিশ্বকাপ শেষে যোগ দেন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে।
এদিকে টেন হাগের ছাঁটাইয়ের পর ইউনাইটেডে আমোরি এসেছেন স্থায়ী কোচ হিসেবে। যার সঙ্গে বয়সভিত্তিক দলে একত্রে খেলেছেন রোনালদো। তার সঙ্গে সম্পর্কটাও রয়েছে দারুণ। তাই আমোরি কোচ হওয়ার পর থেকেই নানা গুঞ্জন উড়ছে ফুটবল মহলে। আর বয়সটা ৪০ এর কাছাকাছি হলেও এখনও সর্বোচ্চ পর্যায়ে কিছু সময়ের জন্য খেলতে আগ্রহী এই তারকা।
সম্প্রতি রোনালদোর ইউনাইটেডে ফেরার গুঞ্জন নিয়ে বেটফ্রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে তার সাবেক সতীর্থ সাহা বলেন, 'আমি মনে করি ক্রিস্তিয়ানো রোনালদো এমন একটি ভূমিকায় ক্লাবে ফিরতে পছন্দ করবেন যেখানে তাকে সম্মান করা হবে। সে কিছুটা বাজেভাবে ক্লাব ছেড়েছিল, তাই ক্লাবের অনুক্রমে এটা নাও হতে পারে।'
তবে কেবল ভালো সম্পর্কের কারণে রোনালদোকে আমোরি দলে চাইবেন না বলে জানান সাহা। তার কাছ থেকে ভালো কিছু পাবেন বিশ্বাস করলেই আনবেন বলে মনে করেন তিনি, 'রুবেন আমোরির সঙ্গে ক্রিস্তিয়ানোর সম্পর্ক রয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি না যে সে তাকে কেবল বন্ধু বলেই স্বাক্ষর করাবেন।'
তবে আমোরি একান্তভাবে চাইলে রোনালদো না করবেন না বলে মনে করেন সাহা, 'সে কেবল খুশি করার জন্য তাকে স্বাক্ষর করবেন না, কেবল তখনই এটা করবেন যদি সে বিশ্বাস করে যে ক্রিস্তিয়ানো তাকে সাহায্য করতে পারে। যদি ফিরে আসার সুযোগ থাকে, আমি নিশ্চিত ক্রিস্তিয়ানো ফিরে আসতে এবং ক্লাবকে সাহায্য করতে পছন্দ করবে কারণ সে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। সুযোগ থাকলে সে আসবে।'
Comments