আমরা ম্যাচটা জিততে পারতাম: রাফিনিয়া

ছবি: এএফপি

ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারল না ব্রাজিল। তারপরও সুবর্ণ সুযোগ এলো রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ভিনিসিয়ুস জুনিয়র। জয়ের আশা জাগিয়েও তাই পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়ল সেলেসাওরা। এতে হতাশা গোপন করলেন না ম্যাচে দলটির একমাত্র গোলদাতা রাফিনিয়া।

বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করেছে ব্রাজিল। বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে দরিভাল জুনিয়রের শিষ্যরা লিড নেয় প্রথমার্ধের শেষদিকে। বিরতির পর খেলা ফের শুরু হতেই বদলি মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়ার লক্ষ্যভেদে সমতা টানে স্বাগতিকরা। ম্যাচের ৫৯তম মিনিটে হতাশ করেন ভিনিসিয়ুস। তার দুর্বল স্পট-কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক রাফায়েল রোমো। ফিরতি বল পেয়ে উড়িয়ে মারেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

গত মাসে বাছাইয়ের দুটি ম্যাচে চিলি ও পেরুকে যথাক্রমে ২-১ ও ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। তাতে দলটির বাজে সময় পেরিয়ে ছন্দে ফেরার আভাস মিলেছিল। কিন্তু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে এবার হোঁচট খেল তারা। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখলেও দরিভালের দল শুরুর আক্রমণের ধার বজায় রাখতে পারেনি।

২০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপানো রাফিনিয়া শেষ বাঁশির পর গণমাধ্যমকে বলেছেন আক্ষেপের কথা, 'এটা বেদনাদায়ক। কারণ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় এবং আমি মনে করি, আমরা ম্যাচটা জিততে পারতাম।'

নিজেদের আঙিনায় তেতে ওঠা ভেনেজুয়েলা ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে। ৮৯তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আলেকজান্দার গঞ্জালেজ। আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে প্রথম ফাউল করেন তিনি। প্রতিবাদ জানাতে ভিনিসিয়ুস ছুটে এলে তার মুখেও হাত দিয়ে সামান্য আঘাত করেন। সেসময় দুই দলের ফুটবলারদের মধ্যে ছড়ায় উত্তেজনা।

হতাশ হলেও সতীর্থদের উন্নতির ধারা জারি রাখার বার্তা দেন ক্লাব ও জাতীয় দলে দারুণ ছন্দে থাকা রাফিনিয়া, 'আমরা জানতাম যে ম্যাচটা কঠিন হবে, তাদের দলটাও মানসম্পন্ন। কিন্তু মাঝে মাঝে ম্যাচের ভেতরের ঘটনার জন্য বিষয়টা কঠিন হয়ে পড়ে, যদি আপনি সুযোগগুলো কাজে লাগিয়ে গোল করতে ব্যর্থ হন। জয়ের পথে ফিরতে হলে আমাদের পরিশ্রম করে যেতে হবে।'

ড্র করলেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে ব্রাজিল। ১১ ম্যাচে পাঁচ জয়, দুই ড্র আর চার হারে তাদের অর্জন ১৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ দলের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। তাদের নামের পাশে ১২ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

If consensus commission fails, it will be a collective failure: Ali Riaz

He made the remarks in his opening statement during the 14th day of the second phase of dialogues with political parties

34m ago